এখন কলকাতা (Seg 2): মুখ্যমন্ত্রীর স্কুল খোলার ঘোষণার পরই পৃথক দুটি বিজ্ঞপ্তি স্কুল ও উচ্চশিক্ষা দফতরের। Bangla News
৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই বিজ্ঞপ্তি জারি শিক্ষা প্রতিষ্ঠানগুলির। পৃথক দুটি বিজ্ঞপ্তি স্কুল ও উচ্চশিক্ষা দফতরের। ২ ফেব্রুয়ারি থেকেই শিক্ষক ও শিক্ষাকর্মীদের স্কুলে আসার নির্দেশ। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সিদ্ধান্তে খোলা যাবে হস্টেলও। কাল থেকেই কলেজ-বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কাজকর্ম শুরু। ‘স্কুলে আসার ক্ষেত্রে জোরাজুরি নয়। ‘কোনও পড়ুয়া না এলে উপস্থিতির হারে প্রভাব পড়বে না।' খবর শিক্ষা দফতর সূত্রে।
৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে ফের খুলছে স্কুল-কলেজ, অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ফের খুলছে স্কুল, পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ‘পাড়ায় শিক্ষালয়’।
৩ ফেব্রুয়ারি থেকে খুলছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই কলেজস্ট্রিটে উচ্ছ্বাসে মাতলেন এসএফআইয়ের কর্মী সমর্থকেরা।
রাজনৈতিক, সাংস্কৃতিক কর্মসূচিতে ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়। অডিটোরিয়াম, রেস্তোরাঁ, পানশালায় ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়। সিনেমা হলেও ৭৫ শতাংশ পর্যন্ত দর্শকে ছাড়। সুইমিং পুলেও ৭৫ শতাংশ পর্যন্ত ছাড়, খুলছে পর্যটন কেন্দ্র।
লোকাল ট্রেন ও মেট্রোয় আরও ছাড় ? ‘কাল থেকে ৫০-এর বদলে ৭৫ শতাংশ যাত্রী নিয়ে চলবে ট্রেন-মেট্রো’। কিছুক্ষণের মধ্যেই বিজ্ঞপ্তি জারি করবে নবান্ন, খবর সূত্রের।
বিজেপির তফশিলি মোর্চার নেতৃত্বে ‘মরিচঝাঁপি চলো’ অভিযান। নেতৃত্বে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। তাঁর সঙ্গে রয়েছেন বিজেপির (BJP) দুই মতুয়া বিধায়ক অম্বিকা রায় ও অশোক কীর্তনিয়া।