কেজরিবালের সহায়তায় চিকিৎসা, করোনাকে জয় করে বাড়ি ফিরলেন দীপিকার মা
করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন মা। ইনস্টাগ্রাম পোস্টে জানালেন হিন্দি টেলিভিশন অভিনেত্রী দীপিকা সিং। সঠিক সময়ে সাহায্যের জন্য দিল্লি সরকার সহ নিজের অনুরাগী-বন্ধুদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। কিছুদিন আগেই ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করে মায়ের করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন দীপিকা। অভিযোগ করেছিলেন, হাসপাতাল থেকে মায়ের রিপোর্ট দেওয়া হচ্ছে না, তাই মায়ের চিকিত্সা শুরু করা যাচ্ছে না। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবালের কাছে সাহায্যের আবেদন করেছিলেন দীপিকা। তাঁর আবেদনের প্রেক্ষিতে দিল্লি সরকারের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। তারপরই হাসপাতালে ভর্তি করা হয়েছিল দীপিকার মা-কে। ইনস্টাগ্রামে দীপিকা জানিয়েছেন, মা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও তাঁর ঠাকুমার চিকিত্সা চলছে। তাঁর শরীরেও কোভিড নাইন্টিন ভাইরাস রয়েছে।






























