ফিল্মস্টার: মিলখা সিংহের প্রয়াণে সোশ্যাল মিডিয়ায় তারকারাদের শোকজ্ঞাপন
৯১ বছর বয়সে দৌড় থামল মিলখা সিংহের । করোনামুক্তির পরেও গুরুতর অসুস্থ হয়ে ভর্তি ছিলেন হাসপাতালে। চণ্ডীগড়ের পিজিআই হাসপাতালে গত গতকাল রাত সাড়ে ১১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। চারবারের এশিয়ান গেমস চ্যাম্পিয়ানের প্রয়াণে শোকের ছায়া। তাঁর প্রয়াণে মিডিয়ায় শোকজ্ঞাপন করলেন তারকারা। রাকেশ ওমপ্রকাশ মেহরার ছবি ‘ভাগ মিলখা ভাগ’-এ (Bhag Milkha Bhag) মিলখা সিংহের ভূমিকায় অভিনয় করেছিলেন ফারহান। ট্যুইটারে তিনি লিখেছেন, প্রিয় মিলখাজি, আমি এখনও মেনে নিতে পারছি না যে আপনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন। আমার এই একগুঁয়েমি হয়তো আপনার কাছ থেকেই পেয়েছি। তবে এটাই সত্যি যে আপনার অস্তিত্ব রয়ে যাবে চিরকাল। আপনার মতো বিশাল হৃদয়ের মানুষ, ভালবাসার মানুষ আমি দেখিনি। আপনি বরাবর মাটির কাছাকাছি থেকেছেন। পথ দেখিয়েছেন, স্বপ্নের প্রতিনিধিত্ব করেছেন। পরিশ্রম, সততা আর একাগ্রতায় ভর করে একজন মানুষ যে কোন উচ্চতায় উঠতে পারে তা দেখিয়েছেন আপনি। বলিউড সূত্রে খবর, তামিল ছবি মাস্টারের রিমেক বানাবেন সলমন খান। সিনেমায় কার্তিক আরিয়ানের মায়ের চরিত্রে অভিনয় করতে চলেছেন মনীষা কৈরালা। প্রকাশ্যে এল নতুন ওয়েব সিরিজ 'সমান্তর টু'-র টিজার। বিনোদন দুনিয়ার নানা খবর দেখে নেওয়া যাক 'ফিল্মি ফটাফট'-এ। বন্যপ্রাণ রক্ষা এবং সবুজ সংরক্ষণের বার্তা নিয়ে হাজির বিদ্যা বলান। অমিত মাসুরকারের পরিচালনায় 'শেরনী'-তে বন আধিকারিকের ভূমিকায় বিদ্যা। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ আরও জোরদার হোক, এই কথাই সোচ্চারে বলল শেরনী।