Film Star: লালমোহনবাবু আর তোপসেকে সঙ্গে নিয়ে ফেলুদা এবার কাশ্মীরে | মুক্তির অপেক্ষায় টোটা, অনির্বাণ, সৃজিৎ পরিচালিত ভূস্বর্গ ভয়ঙ্কর | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: লালমোহনবাবু আর তোপসেকে সঙ্গে নিয়ে ফেলুদা এবার কাশ্মীরে। মুক্তির অপেক্ষায় টোটা রায়চৌধুরী, অনির্বাণ চক্রবর্তী অভিনীত, সৃজিৎ মুখোপাধ্যায় পরিচালিত ভূস্বর্গ ভয়ঙ্কর। প্রকাশ্যে সিরিজের প্রথম ঝলক।
অ্যাম এদিকে লালমোহনবাবুর পাশাপাশি একেনবাবুর ভূমিকাতেও হাজির হবেন অনির্বাণ চক্রবর্তী। এবার নতুন কাহিনি পুরীতে, পুরোপুরি একেন। এদিকে লালমোহনবাবুর পাশাপাশি একেনবাবুর ভূমিকাতেও
হাজির হবেন অনির্বাণ চক্রবর্তী। এবার নতুন কাহিনি পুরীতে, পুরোপুরি একেন।
আরও খবর...
শুধু সিংহম এগেনই নয়, ১ নভেম্বর ভুলভুলাইয়া থ্রিও মুক্তি পেতে চলেছে বড় পর্দায়। রুহ বাবা এবার একজন নয়, দুজন মঞ্জুলিকার মুখোমুখি হতে চলেছে। সাম্প্রতিক সময়ে বক্স অফিসে আক্ষরিক অর্থেই ম্যাজিক দেখিয়েছে হরর কমেডি ঘরানার ছবি। মুঞ্জেয়া, স্ত্রী পার্ট টু অভাবনীয় ব্যবসা করেছে। সেই ধারাবাহিকতা কি বজায় থাকবে ভুল ভুলাইয়া থ্রিতেও? ছবিটির শ্যুটিং শুরুর সময় সোশাল মিডিয়ায় কার্তিক আরিয়ান লিখেছিলেন, তাঁর কেরিয়ারের এখনও পর্যন্ত সবচেয়ে বড় ছবিটির
শ্যুটিং শুরু করলেন তিনি। আনিস বাজমির পরিচালনায় ভুল ভুলাইয়া থ্রিতে কার্তিকের সঙ্গে অভিনয় করেছেন বিদ্যাবালন, মাধুরী দীক্ষিত, তৃপ্তি দিমরি। কাহিনিতে এবার রয়েছে দুজন মঞ্জুলিকা। বিদ্যা বালনের পাশাপাশি মাধুরী দীক্ষিতও
এবার মঞ্জুলিকার ভূমিকায়।