Film Star: দুবাইয়ে শাহরুখের পার্টিতে বিনোদন ভরপুর। ওয়েব সিরিজের পর এবার বড় পর্দায় আসবে মির্জাপুর?
ABP Ananda Live: দুবাইয়ে শাহরুখের পার্টিতে বিনোদন ভরপুর। ওয়েব সিরিজের পর এবার বড় পর্দায় আসবে মির্জাপুর? দীপাবলির আনন্দে পার্টি মুডে পুরো বলিউড। আর ফ্যাশন ম্যাগাজিনে কাজল-কৃতির সম্মোহক ফোটোশ্যুট।
ওয়েব সিরিজের পর এবার বড় পর্দায় মির্জাপুর। ২০২৬-এ মুক্তি পাবে মির্জাপুর দ্য ফিল্ম। ওয়েব সিরিজের কাহিনি এবং চরিত্রদের নিয়ে সিনেমা তৈরির উদ্যোগ এই প্রথম। পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল, দিব্যেন্দু শর্মা,
এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিনয় করতে চলেছেন এই ছবিতে। ফারহান আখতার এবং রীতেশ সিধওয়ানির প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেনমেন্ট প্রকাশ্যে আনল ছবিটির অ্যানাউন্সমেন্ট টিজার। ছবিটি পরিচালনা করছেন গুরমীত সিং। ছবিটির ক্রিয়েটর পুনীত কৃষ্ণ।
দুবাইয়ের পাশাপাশি পার্টি চলছে মুম্বইতেও। দীপাবলির আনন্দে মেতেছেন তারকারা। আর দীপাবলি স্পেশাল পার্টিগুলিই যেন তারকাদের ফ্যাশন প্যারেড।