এক্সপ্লোর
শিল্পের মধ্যেই শিল্পীর বেঁচে থাকা, মনে করিয়ে দিল সুশান্তের শেষ ছবি ‘দিল বেচারা’-র ট্রেলার
শিল্পের মধ্যেই শিল্পীর বেঁচে থাকা। প্রয়াত সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’-র ট্রেলার যেন মনে করিয়ে দিল সেই কথা। মুকেশ ছাবরা পরিচালিত ছবিতে সুশান্তের পাশাপাশি রয়েছেন নবাগতা সঞ্জনা সাঙ্ঘি। বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সেফ আলি খান।






























