ফিল্মস্টার: ক্রিকেটার মিতালি রাজের বায়োপিক 'সাবাস মিঠু'র কোচ এবার সৃজিত মুখোপাধ্যায়
সরকারি নথি জাল করে ভুয়ো আইএএস (IAS) পরিচয়ে রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কে ভ্যাকসিনেশন ক্যাম্প চালানোর অভিযোগ। কসবার রাজডাঙা থেকে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ সূত্রে খবর, নিজেকে আইএএস ও কলকাতার পুরসভার জয়েন্ট কমিশনার পরিচয় দিয়ে গতকাল কসবায় রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের শাখায় ভ্যাকসিনেশন ক্যাম্প চালাচ্ছিলেন মাদুরদহের বাসিন্দা দেবাঞ্জন দেব। এই ভ্যাকসিনেশন ক্যাম্পে করোনার টিকা নেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীও (Mimi Chakraborty)। টেলিফোনে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। কী বললেন শুনে নিন।
বলিউডে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ইনিংস। মিতালি রাজের বায়োপিক সাবাস মিঠু। পরিচালনার দায়িত্ব এখন সৃজিতের কাঁধে। পরিচালক সপ্তাশ্ব বসুর ছবি জতুগৃহর হাত ধরে শ্যুটিং শুরু করতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। ২৯ জুন থেকে শুরু হবে ছবির শ্যুটিং। গুলজারের কথায় এবং এ আর রহমানের সুরে মুক্তি পেতে চলেছে নতুন গান। বিনোদন দুনিয়ার নানা খবর দেখে নেওয়া যাক ফিল্মি ফটাফটে।