Filmstar : এত বিনোদনের ভিড়ে বাছবেন কোনটা ? দেখে নিন নতুন ওটিটি রিলিজের তালিকাটা
হাওয়া মোরগের মুখ সেই দক্ষিণেই। উত্তরে যতই দানা ছড়াও না কেন, মুখ তার ঘুরছে না। কিন্তু তা বলে হাল ছাড়লে তো চলবে না। কে জানে, কখন হাওয়া বদলায়! হাওয়া বদলের অপেক্ষায়, হাল বদলের স্বপ্ন দেখছে বলিউড। চলুন, এবার দেখে নিন, বুঝে নিন। আগামীতে কোন বিনোদনের প্যাকেটে কেমন মশলা থাকছে, আগাম যাচাই করে নিন।
সিনেমাহল, মাল্টিপ্লেক্স থেকে বেরিয়ে এবার ওটিটি। সোফায় বসে, বিছানায় গা এলিয়ে নিশ্চিন্তে সিনেমা-সিরিজ। তবে এত বিনোদনের ভিড়ে বাছবেন কোনটা কোনটা? নতুন কী কী থাকছে? চলুন, তাহলে নতুন ওটিটি রিলিজের তালিকাটাও দেখে নেওয়া যাক।
উফ! কতক্ষণের অপেক্ষা বলুন তো। প্রিয়ঙ্কাকে সামনে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ফটোশিকারিরা। তিন বছর বাদে ভারতে এলেন প্রিয়ঙ্কা চোপড়া। এদিকে আরও একজন নতুন প্যান-ইন্ডিয়ান তারকা উঠে আসছেন, সেখবর শুনেছেন কি? সেফ-করিনার পরিবারে কে শেফ হতে চান বলুন তো? বিনোদন দুনিয়ার টুকরো খবরে চোখ রাখা যাক এবার।