এক্সপ্লোর
নিজের ফার্ম হাউজে কোয়ারেন্টিন টাইম কেমন কাটাচ্ছেন সলমন খান?
করোনা মোকাবিলায় সতর্কতায় কোনও ফাঁকি দিলে চলবে না। বার্তা দিলেন যিশু সেনগুপ্ত। নিজের ফার্ম হাউজে কোয়ারেন্টিন টাইম কেমন কাটাচ্ছেন সলমন খান? করোনা সঙ্কটে দুঃস্থদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। রুমাল দিয়ে মাস্ক বানানো শেখাচ্ছেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। লকডাউনে বাড়িতে বসেই ব্রুটাস আর কেসিয়াস হয়ে উঠলেন ঋতব্রত মুখোপাধ্যায় এবং শান্তিলাল মুখোপাধ্যায়। করোনা সঙ্কটের মাঝে তারকাদের রোজ-নামচার কিছু ছবি দেখে নেওয়া যাক এক ঝলকে।






























