ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.১২.২৪) পর্ব ২: পাক প্রধানমন্ত্রীর সাক্ষাতে ইউনূস। মুর্শিদাবাদ থেকে গ্রেফতার আল কায়দার শাখা সংগঠনের ২ সদস্য
Ghanta Khanek Sange Suman: SSC-তে ২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টেও প্রশ্নের মুখে রাজ্য । ডাল মে কুছ কালা হ্যায়, ইয়া সব কুছ কালা হ্যায়?', মন্তব্য প্রধান বিচারপতির । নেই আসল OMR, নেই মিরর ইমেজও, হার্ডডিস্কের তথ্য নিয়েও সন্দিহান শীর্ষ আদালত । কীভাবে আলাদা করা যাবে বৈধ-অবৈধদের?, আজও ঝুলে রইল সেই প্রশ্ন । অবৈধদের রাখতেই অতিরিক্ত শূন্যপদ?', ফের বিচারপতির প্রশ্নের মুখে রাজ্য । ভারত-বিদ্বেষের মধ্যেই পাক প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ইউনূসের । ৫ বছরে তৈরি হয়েছে প্রায় ৩ হাজার জাল পাসপোর্ট? মুর্শিদাবাদ থেকে গ্রেফতার আল কায়দার শাখা সংগঠনের ২ সদস্য।
অসম পুলিশের 'অপারেশন প্রঘাত', গ্রেফতার ৮ জঙ্গি। বাংলাদেশে অস্থিরতার মধ্যেই মুর্শিদাবাদ থেকে ২ জঙ্গি গ্রেফতার । ধৃত মণিরুল শেখ ও মহম্মদ আব্বাস আলি, জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলার সদস্য, অনুমান পুলিশের। ওপারের জঙ্গিরা এপারে?