ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.০৯.২৫)পর্ব ২: বাংলাতেও হানা দিয়েছে 'ব্রেন ইটিং অ্যামিবা'! কীভাবে থাকতে হবে সতর্ক? কী বলছেন বিশেষজ্ঞরা?
Ghanta Khanek Sange Suman: আতঙ্কের নতুন নাম- 'ঘিলু খেকো অ্যামিবা'। করোনা পরবর্তী সময়ে, পশ্চিমবঙ্গেই এক কোষী অ্যামিবার এই সংক্রমণে আক্রান্ত হয়েছেন অনেকে। তাদের মধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে।
করোনাকালে ক্ষতিগ্রস্ত হওয়া মাথার মিউকোসাল ইমিউন, বাধা দিতে না পারার ফলেই নাক দিয়ে সোজা মস্তষ্কে পৌঁছে যাচ্ছে 'ঘিলু খেকো অ্যামিবা'! তাই করোনা মহামারীর পর পূর্ব ভারতে অ্যামিবার সংক্রমণ বেড়েছে। উল্লেখ করা হয়েছে আমেরিকার অ্যাকাডেমি অফ নিউরোলজির জার্নালে। সংক্রমণ বাড়তে পারে মহালয়ার সময়। কীভাবে থাকতে হবে সতর্ক? কী বলছেন বিশেষজ্ঞরা?
পাকস্থলীতে যাওয়ার কথা থাকলেও সে নাক-মুখ দিয়ে সোজা পৌঁছে যায় মাথার মধ্যে। দিন কয়েকের মধ্যেই কুরে কুরে খেতে শুরু করে মস্তিষ্কের অন্দর। ধ্বংস করে দেয় স্নায়ুতন্ত্রকে। চলতি বছরেই কেরলে 'ব্রেন ইটিং অ্যামিবার' আক্রমণে মৃত্যু হয়েছে একাধিক শিশু সহ ১৯ জনের! করোনা পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গে মৃতের সংখ্যা ১৬।






























