ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৫.০৯.২৫)পর্ব ১ : যাদবপুরকাণ্ডে খুনের মামলা দায়ের পুলিশের।ওয়াকফ আইনে, আংশিক ক্ষেত্রে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
ABP Ananda LIVE : : যাদবপুরে ছাত্রীর রহস্যমৃত্যুতে এবার খুনের মামলা দায়ের পুলিশের। কীভাবে জলে পড়ে মৃত্যু? যাদবপুরের ৩ পড়ুয়াকে তলব। মেয়েকে খুনের অভিযোগে লালবাজার ও যাদবপুর থানায় মৃত ছাত্রীর বাবা। বাতিল নয় সংশোধিত ওয়াকফ আইন, আংশিক ক্ষেত্রে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। ফেসবুকে রোজ নতুন নতুন ভিডিও পোস্ট, তবু পুলিশের খাতায় ফেরার! আর কবে ধরা পড়বে গুলশান কলোনির 'ত্রাস' মিনি ফিরোজ? একবালপুর হত্যাকাণ্ডে এক সপ্তাহ পরেও গ্রেফতারি শূন্য! ক্ষোভে ফুঁসছে পরিবার। বেটিং অ্যাপ মামলায় মিমিকে জিজ্ঞাসাবাদ ED-র, কাল তলব অঙ্কুশকে।
যাদবপুরের ক্যাম্পাসে ছাত্রীর রহস্যমৃত্যু। পরিবারের অভিযোগের পরেই খুনের মামলায় FIR...তদন্তে লালবাজারের গোয়েন্দারা। ৩ ছাত্রকে জিজ্ঞাসাবাদ। দুর্ঘটনা নয়, খুনের অভিযোগ পরিবারের। লালবাজারের পর যাদবপুর থানায় মৃত ছাত্রীর পরিবার। বৈঠকে বসতেই ৪দিন সময় লাগল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।






























