Ghanta Khanek Sange Suman(১৮.০৬.২০২৫) পর্ব১: 'প্রাইম মিনিস্টার দেশের কে? নরেন্দ্র মোদি না অমিত শাহ? শাহকেই তাহলে প্রধানমন্ত্রী ঘোষণা করা হোক', আক্রমণ মমতার
Ghanta Khanek Sange Suman: "মোদি বাইরে ঘোরেন, বকলমে দেশ চালাচ্ছেন অমিত শাহ" । "অমিত শাহকেই প্রধানমন্ত্রী ঘোষণা করা হোক," তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর । "রাষ্ট্রপতি শাসন করে ২৬-এর ভোট চাই" । আদালতের অনুমতিতে মহেশতলায় গিয়ে দাবি বিরোধী দলনেতার । রাজ্যে ১ অগাস্ট থেকে ১০০ দিনের প্রকল্প চালুর জন্য কেন্দ্রকে নির্দেশ হাইকোর্টের । 'দুর্নীতি রোধে শুধু পশ্চিমবঙ্গের জন্য় রাখা যাবে বিশেষ শর্ত' । রাজ্য়ের ওপর চাপ বাড়িয়ে তদন্ত ও নজরদারিতে ছাড়পত্র আদালতের । চালু হয়েছে পোর্টাল, কিন্তু কীসের ভিত্তিতে ভর্তি কলেজে? OBC মামলার রায়ের পর এখনও খোলসা করেনি সরকার
ফের অমিত শাহকে আক্রমণ করলেন মমতা বন্দ্য়াপাধ্য়ায়
ফের অমিত শাহকে আক্রমণ করলেন মমতা বন্দ্য়াপাধ্য়ায়। বললেন, ''আমি জানি না যে দেশটা কে চালাচ্ছে! আমি আগেও বলেছি এখনও বলছি, প্রাইম মিনিস্টার দেশের কে? নরেন্দ্র মোদি না অমিত শাহ? মোদিজি তো বাইরে বাইরে ঘুরে বেড়ান। আর সব ছেড়ে দিয়েছেন অমিত শাহের হাতে। তো ওনাকে প্রাইম মিনিস্টার ডিক্লেয়ার করে দিলেই হয়। বকলমে তো দেশটা উনিই চালাচ্ছেন!''






























