ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০২.০৯.২০২৪) পর্ব ২: সায়ন লাহিড়ি ইস্যুতে সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের, চিকিৎসকদের বেতন কটাক্ষ কাঞ্চনের
Ghanta Khanek Sange Suman: হাতে 'মেরুদণ্ড' আর লাল গোলাপ, মুখে সুবিচারের দাবি । পুলিশের ৯ ফুট উঁচু ব্যারিকেডে আছড়ে পড়ল জুনিয়র ডাক্তারদের প্রতিবাদের ঢেউ । গানে-স্লোগানে-কবিতায় অন্যরকম রাতদখল দেখল কলকাতা । সায়ন লাহিড়ির মুক্তির বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মুখ পুড়ল রাজ্য সরকারের । "৪১ জন পুলিশকর্মীকে আহত করেছেন একজন?" বিস্ময়প্রকাশ করে সায়নের বিরুদ্ধে মামলা খারিজ সুপ্রিম কোর্টের । "প্রতিবাদীদের মা-বোনকে বিকৃত ছবি করে বাড়ির দেওয়ালে টাঙিয়ে দিয়ে আসব," হুমকি তৃণমূল নেতার । মাত্র ১ বছর সাসপেন্ড করে দায় সারল দল, "গ্রেফতার কেন নয়?" প্রশ্ন বিরোধীদের । কর্মবিরতিতে যাওয়া ডাক্তারবাবুদের কষ্টার্জিত বেতন নিয়ে কটাক্ষ তৃণমূল বিধায়ক কাঞ্চনের । সরাসরি প্রতিবাদীদের হুমকি দিলেন উদয়ন-লাভলি
নবান্ন অভিযান করা, 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজে'র আহ্বায়ক, সায়ন লাহিড়ির জামিনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার। রাজ্য়ের আবেদন খারিজ করে, বিস্মিত সর্বোচ্চ আদালত বলল, 'এই একজন একচল্লিশ জন পুলিশকর্মীকে জখম করেছেন!' এর আগে, সায়নের গ্রেফতারি নিয়ে, কলকাতা হাইকোর্টেও প্রশ্নের মুখে পড়তে হয়েছিল পুলিশ-প্রশাসনকে।