ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.১২.২৪) পর্ব ১: বাংলাদেশে অধ্যাপককে বেধড়ক মার । এবার স্ত্রীর ভারতীয় শাড়ি পুড়িয়ে হুঙ্কার BNP নেতার
Ghanta Khanek Sange Suman: সন্ন্যাসী, আইনজীবীর পর এবার বাংলাদেশে আক্রান্ত হিন্দু অধ্যাপকরাও । মৌলবাদী সন্ত্রাসের প্রতিবাদ করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে বেধড়ক মার । পঞ্চগড়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল কালীমন্দির । ভিডিও পোস্ট করে বিস্ফোরক অভিযোগ অগ্নিমিত্রার । এবিপি আনন্দকে হুঁশিয়ারির পর, এবার স্ত্রীর ভারতীয় শাড়ি পুড়িয়ে হুঙ্কার BNP নেতার । কলকাতায় সনাতনী সমাজের মঞ্চ থেকে হিন্দুদের এক হওয়ার ডাক শুভেন্দুর । আরজি কর-তদন্তে হতাশ নির্যাতিতার বাবা-মা, ক্ষোভ উগরে দিলেন অমিত শাহের দেখা না করা নিয়েও।
সন্ন্যাসী, আইনজীবী, সাংবাদিক থেকে অধ্যাপক, বাংলাদেশে রেহাই পাচ্ছেন না কোনও হিন্দুই।সংখ্য়ালঘুদের ওপর লাগাতার হামলার প্রতিবাদ করায় এবার আক্রান্ত হলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিনদু অধ্যাপক। অন্য়দিকে, হামলা হচ্ছে মন্দির এবং হিন্দুদের বাড়ি ও দোকানে।