Ghanta Khanek Sange Suman (১৬.০৮.২০২৪) পর্ব ১ : "নিরাপত্তা সুনিশ্চিত করতে না পারলে আর জি কর বন্ধ করে দেব", কড়া সমালোচনা হাইকোর্টের
Ghantakhanek Sange Suman: "নিরাপত্তা সুনিশ্চিত করতে না পারলে আর জি কর বন্ধ করে দেব"। "পুলিশ মার খেয়েছে মানে আইনশৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ"। আর জি করে হামলা নিয়ে পুলিশের তীব্র সমালোচনা হাইকোর্টের প্রধান বিচারপতির। ক্ষোভে ফুঁসছে মানুষ, "এত অধৈর্য কেন?" বলছেন সিপি। "সেমিনার হলে চল," ভাইরাল ভিডিওয় বলছে হামলাকারী। আরও জোরালো হল তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ? বনধ-ধর্না SUCI-বিজেপির, পথে নেমে ফের রাম-বামকে দায়ী করলেন মমতা। হাসপাতাল থেকে ফেরার পথে নার্সকে ধর্ষণ করে খুন। আর জি কর-কাণ্ডের আবহেই প্রশ্নের মুখে বিজেপি শাসিত উত্তরাখণ্ডের নারী-নিরাপত্তা।
RG কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় CBI-র ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। গতকাল সন্দীপকে নাটকীয়ভাবে মাঝরাস্তা থেকে CGO কমপ্লেক্সে নিয়ে আসেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি, রাত সাড়ে ৯টা থেকে প্রাক্তন অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। রাত দেড়টা নাগাদ ছেড়ে দেওয়া হয় সন্দীপ ঘোষকে।