Ghanta Khanek Sange Suman (০৫.০৭.২০২৪) পর্ব ১: 'OMR-সার্ভার দুর্নীতির শেষ দেখতে অলআউট ঝাঁপাক CBI', নির্দেশ হাইকোর্টের | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman: 'OMR-সার্ভার দুর্নীতির শেষ দেখতে অলআউট ঝাঁপাক CBI', নির্দেশ হাইকোর্টের। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সাহায্য নেওয়ায় CBI-কে ছাড়পত্র আদালতের। তৃণমূলের আইবুড়ো ভাত খাওয়ার জের, BDO-র জবাব তলব DM-এর। চোপড়ার পর জামালপুর, ফের সালিশির নামে শাসকের দাদাগিরি। সালিশিতে না যাওয়ায় মার, অভিযুক্ত তৃণমূলের অঞ্চল সভাপতির অনুগামীরা। বিহারের ত্রাস সুবোধ ও শাগরেদকে জেরায় মিলল নতুন কী তথ্য? ফের ভিনরাজ্যেরদুষ্কৃতীদের তাণ্ডব, লেক অ্যাভিনিউয়ে ঘরে ঢুকে লুঠের চেষ্টা,গুলি! অপারেশন থিয়েটারেই সংক্রমণ! প্রশ্নের মুখে সরকারি হাসপাতালে ছানি অপারেশন।
আরও খবর ....
বাগদা উপনির্বাচনের আগে কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন বিজেপির বনগাঁ জেলা সভাপতি দেবদাস মণ্ডল। নিরাপত্তার দায়িত্বে চার CISF জওয়ান। কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া নিয়ে শুরু হয়েছে বিতর্ক।বিজেপি জেলা সভাপতির দাবি, লোকসভা ভোটের দিন বাগদা হাসপাতালে তিনি আক্রান্ত হন। তাই পরিস্থিতি বিবেচনা করে বাগদা উপনির্বাচনের আগে তাঁর নিরাপত্তার ব্যবস্থা করেছে কেন্দ্র।
তৃণমূলের কটাক্ষ, বিজেপির আমলে বিচারাধীন অভিযুক্তকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হচ্ছে।
জবরদখল কারীদের উঠাতে তৎপর কোচবিহার প্রশাসন। কোচবিহার শহরের স্টেশন চৌপথি এলাকায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল সরকারি জমিতে জবরদখল করে তৈরি করা অবৈধ নির্মাণ। বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে এদিন বেশ কিছু অবৈধ নির্মাণ গুঁড়িয়ে দেয় প্রশাসন।