Ghanta Khanek Sange Suman (০৩.১২.২০২৪) পর্ব ১ : বাংলাদেশে বিনা বিচারে আরও একমাস জেলবন্দি সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ | ABP Ananda LIVE
Ghanta Khanek Sange Suman: মার খেয়ে ICU-তে এক আইনজীবী, চেম্বার ভাঙচুর আরেকজনের। চিন্ময়কৃষ্ণর জামিন-শুনানিতে দাঁড়াতেই পারলেন না ৫১ জন আইনজীবীর একজনও। আরও একমাস বিনা বিচারে বন্দি থাকতে হবে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণকে। বাংলাদেশ ইস্যুতে ঝড় উঠল সংসদেও। "পশ্চিমবঙ্গেও হিন্দুদের ওপর চলছে অত্যাচার," সংসদে সুর চড়ালেন বিজেপি সাংসদরা। "ভিত্তিহীন গাঁজাখুরি গল্প," পাল্টা আক্রমণ সুদীপের। দলের কর্তৃত্বের রাশ হাতে নিলেন মমতা। বিধায়কদের বললেন, "ফোন ধরবেন না সমীক্ষক সংস্থার," তৃণমূলে আইপ্যাকের দিন শেষ? প্রাথমিক নিয়োগে ED-র সাপ্লিমেন্টারি চার্জশিটে 'লিপস অ্যান্ড বাউন্ডস'-এর নাম।
আরও খবর...
অশান্ত বাংলাদেশে হিন্দুদের ওপর লাগাতার হামলা চলছে। সুনামগঞ্জ জেলার একাধিক জায়গায় হিন্দুদের ওপর হামলার ঘটনা সামনে এসেছে। প্রকাশ্য রাস্তায় হিন্দু বিরোধী স্লোগান দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
পুলিশের পাশপাশি হামলাকারীদের আটকাতে ব্যর্থ বাংলাদেশের সেনা। দোয়ারা বাজার এলাকাতেও হিন্দুদের বাড়ি ও মন্দিরে হামলা হয়। একাধিক দোকানে ভাঙচুর ও ব্যাপক লুঠপাট চলে। ছাড় পাননি মহিলারাও। বেছে বেছে হিন্দু মহিলাদের ওপর হামলা চালানো হয়। দোয়ারা থানা ঘেরাও করে হামলাকারীরা। আকাশ দাস নামে এক হিন্দু যুবককে খুঁজছে মুসলমানদের একাংশ। প্রকাশ্যে তাঁর নাম করে খুনের হুমকি দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশে সেনা নামানো হলেও আক্রমণ রুখতে ব্যর্থ তারা।