Ghanta Khanek Sange Suman (১৫.০৮.২০২৪) পর্ব ২: আর জি কর-মন্তব্যের জের, মুখপাত্রের পদ থেকে শান্তনুকে সরাল তৃণমূল | ABP Ananda LIVE
Ghantakahnek Sange Suman: গুঁড়িয়ে গেল বহুমূল্য ভেন্টিলেটর, নষ্ট হল লক্ষ লক্ষ টাকার ওষুধ। তছনছ হল আর জি কর, দাঁড়িয়ে দেখল পুলিশ। কাদের স্বার্থে অবাধে দুষ্কৃতীরাজ চলতে দেওয়া হল আন্দোলনের আঁতুড়ঘরে। "DYFI-এর সাদা পতাকা নিয়ে হামলা," আক্রমণে কুণাল ঘোষ। "ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী, সবাই জানে কারা করেছে," পাল্টা সুজন। ভাঙচুর-বিধ্বস্ত আর জি করে গেলেন রাজ্যপাল, দিলেন সুবিচারের আশ্বাস। আর জি কর-মন্তব্যের জের, মুখপাত্রের পদ থেকে শান্তনুকে সরাল তৃণমূল। সন্দীপ ঘোষকে CBI হেফাজতে নেওয়ার দাবি তুললেন শান্তনু।
দক্ষিণ ২৪ পরগণার জয়নগরে দক্ষিণ বারাসাত এলাকায় কুলপি রোড অবরোধ। বহড়ুবাজারেও রাস্তা অবরোধ। ক্যানিংয়ে ধর্মঘটের সমর্থনে মিছিল। রায়দীঘিতে পিকেটিং SUCI কর্মীদের। শিয়ালদহ ডায়মন্ডহারবার স্টেশনে
SUCI-এর ধর্মঘট ঘিরে সাত সকালে উত্তেজনা ছড়াল পশ্চিম মেদিনীপুরের বেলদায়। SUCI কর্মী সমর্থকরা মিছিল করে বাস, গাড়ি আটকানোর চেষ্টা করতেই, পুলিশের সঙ্গে বচসা। তা থেকে ধস্তাধস্তি পর্যন্ত গড়ায়। রাস্তা অবরোধ করতেই মিছিল গাড়ি আটকালো কর্মী সমর্থকরা। এসডিপিও-র সঙ্গে বচসায় জড়ালেন SUCI কর্মী-সমর্থকরা।