ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.১১.২০২৪) পর্ব ২: কসবাকাণ্ডে উত্তপ্ত পুরসভা। অভিষেক রাহুল গাঁধীর চেয়ে বড় নেতা, অনেক বুদ্ধিদীপ্ত কথাবার্তা: দিলীপ
ABP Ananda Live: ABP Ananda Live: পুলিশকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরই সাসপেন্ড বারাবনি থানার ওসি । কে আসবে, কে যাবে -- সেই জল্পনায় তোলপাড় CID থেকে কলকাতা পুলিশ । প্রশাসনের পাশাপাশি ব্যবস্থা দলেও, লোহাপাচারের অভিযোগে দুর্গাপুরে গ্রেফতার ২ তৃণমূল নেতা । "পুলিশের সংস্কার চাইলে মুখ্যমন্ত্রী আমায় ডাকুন," ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর । "রাহুল গান্ধীর থেকে বড় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়" । "এখন বিজেপি ডাউন যাচ্ছে, ইস্যু ধরতে ব্যর্থ হচ্ছে দল" । তৃণমূলের কেউ নয়, বলছেন স্বয়ং বিজেপির দিলীপ ঘোষ! । রাত পোহালেই রাজ্যের ৬ কেন্দ্রে উপনির্বাচনের ফল, রায়ঘোষণা মহারাষ্ট্র-ঝাড়খণ্ডেও।
এদিকে, দিলীপ ঘোষ যখন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের প্রশংসা করছেন, তখন কুণাল ঘোষও দিলীপ ঘোষের প্রশংসায় কার্যত পঞ্চমুখ। তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলা নিয়ে, কলকাতা পুরসভায় একটি প্রস্তাব আনতে চেয়েছিলেন বিজেপি কাউন্সিলররা। তাঁদের দাবি, সেই প্রস্তাব খারিজ করে দেওয়া হয়। শুক্রবার অন্য় একটি প্রস্তাব নিয়ে বলতে গিয়ে, সুশান্ত ঘোষের ওপর হামলার প্রসঙ্গ টেনে আনেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ।