ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৫.৬.২৫) পর্ব ২ : রথ নিয়ে রাজনীতির দড়ি টানাটানি।প্রথম ভারতীয় হিসেবে স্পেস স্টেশনের পথে শুভাংশু।
Ghanta Khanek Sange Suman: কালীগঞ্জে মৃত শিশুর পরিবারকে টাকা দিতে গিয়ে তীব্র ক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক। আর্থিক সাহায্যের প্রস্তাব সটান ফিরিয়ে দিল পরিবার। ২৪ অভিযুক্তের মধ্যে গ্রেফতার মাত্র ৫, ক্ষোভে ফুঁসছে কালীগঞ্জ। প্রতিবেশীরাই তামান্নার খুনি! সব অভিযুক্তের বাড়ি একই এলাকায়। "২০১৮-তেও পঞ্চায়েত ভোট দিতে দেয়নি এই অভিযুক্তরা" দাবি স্থানীয়দের। রথের মুখে রথ নিয়ে রাজনীতির দড়ি টানাটানি। রথযাত্রার উদ্বোধনে দিঘায় মুখ্যমন্ত্রী, উল্টোরথ পর্যন্ত টানা কর্মসূচি শুভেন্দুর। দিঘা থেকে দুয়ারে প্রসাদ তৃণমূলের, পুরী থেকে মহাপ্রসাদ আনছে বিজেপিও। মহাকাশ অভিযানে ইতিহাস, প্রথম ভারতীয় হিসেবে স্পেস স্টেশনের পথে শুভাংশু।
পঁচিশে দাঁড়িয়ে বিজেপিকে পঞ্চাশের নীচে আটকানোর চ্য়ালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। সঙ্গে সঙ্গে তা নিয়ে পাল্টা হুঁশিয়ারি শোনা গেল শুভেনদু অধিকারীর গলায়। আজ সাতগাছিয়ার সভা থেকে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় বলেন--- "২০২১-এ তো বিজেপির চাকাটা ৭৭-এ আটকে গেছিল। এবার ৫০-এর নীচে থাকবে কথা দিয়ে গেলাম ২০২৬-এ লড়াইয়ে।" পাল্টা শুভেনদু অধিকারী বলেন--- "ডায়মন্ড হারবার, ফলতা সব হারাব। তার আগে প্য়াকেট করব ওকে আর জাহাঙ্গিরকে।" শুভেনদু অধিকারী এদিন মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে নিয়ে বলেন--- "নন্দীগ্রাম না থাকলে, ওর পিসি দিদি থেকে দিদিমা হত, জীবনে মুখ্য়মন্ত্রী হত না।" পাল্টা জবাবে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ও বলেন--- "তুমি দাদা থেকে কাকু, কাকু থেকে জেঠু, আর জেঠু থেকে দাদু হবে। তৃণমূল কংগ্রেসকে মানুষের হৃদয় থেকে, আগামী ৫০ বছর বাংলার মাটি থেকে সরাতে পারবে না।" সাতগাছিয়ার সভা থেকে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় এদিন দাবি করেন, "আমি কেন ডায়মন্ড হারবারের ৭৬ হাজার প্রবীণ নাগরিককে শ্রদ্ধার্ঘ দিয়েছি, তাই বিজেপি থেকে, ইনকাম ট্য়াক্স থেকে চিঠি পাঠানো হয়েছে।" এই চিঠির কপি ৭৬ হাজার মানুষের বাড়িতে আমি পাঠাবেন বলেও ঘোষণা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যদিও, এই দাবিতে গুরুত্ব দিতে চাননি শুভেনদু অধিকারী।






























