ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৫.১০.২৫) পর্ব ২: দুর্গাপুরের ছায়া আনন্দপুরে! । ২৩ শিশুর মৃত্যুর পর কাফ-সিরাপে নজরদারি
Ghanta Khanek Sange Suman: সহপাঠীও নয় 'সেফ?' প্রশ্ন উসকে দিল ওয়াসেফের গ্রেফতারি । হাসপাতালে দেওয়া নির্যাতিতার বয়ানের সঙ্গে ফারাক পুলিশি তদন্তে পাওয়া তথ্যে! 'আগেই সন্দেহ করেছিলাম ওয়াসেফকে,' বলছেন নির্যাতিতার বাবাও। বাবা মালদার কংগ্রেসের পঞ্চায়েত সদস্য, জমি বেচে ডাক্তারি পড়াচ্ছিলেন ছেলেকে। দুর্গাপুরের ছায়া আনন্দপুরে! ইঞ্জিনিয়ারিং-ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার সহপাঠী। 'হয় ড্রেজিং করুন, নয় ফরাক্কা বাঁধ ভেঙে দিন,' বন্যা নিয়ে DVC-কে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর। আবার পরীক্ষা, আবার ফেল! কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফের প্রেসার-গ্যাসট্রিকের অতি-চেনা ৩৪টা ওষুধ। ২৩ শিশুর মৃত্যুর পর সিরাপ নিয়ে নড়েচড়ে বসল কেন্দ্র ও রাজ্য, কারখানায় শুরু নজরদারি।
হয় ড্রেজিং করুন, নয় ফরাক্কা বাঁধ ভেঙে দিন, বন্যা নিয়ে DVC-কে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর)
মেঘ ভাঙা বৃষ্টিতে কলকাতার ডুবে যাওয়া হোক কিংবা, উত্তরবঙ্গ বিপর্যয়। মুখ্যমন্ত্রীর নিশানায় বরাবরই ছিল DVC. আর বুধবার, দার্জিলিং-এর প্রশাসনিক সভা থেকে সরাসরি ড্যামের প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন তুলে দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, "ড্রেজিং যদি না করো, তাহলে ড্যামের প্রয়োজন নেই, ভেঙে দাও ড্যাম। নদীকে নিজের মতো যেতে দাও, আসতে দাও।" মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী কটাক্ষের সুরে বলেছেন, "রক্ষণাবেক্ষণের জন্য কেন্দ্রের কাছে রাজ্য দাবি জানাতেই পারেন, কিন্তু বাঁধ ভেঙে দিয়ে মুখ্যমন্ত্রী কী বিপ্লব করবেন জানা নেই।" এদিন উত্তরবঙ্গ বিপর্যয় নিয়েও ডিভিসি-কে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেছেন, "২০ বছর ধরে DVC কোনও ড্রেজিং করে না। যার ফলে পশ্চিমবঙ্গ, বিহার ভুক্তভোগী হয় প্রতি বছর।" যার পাল্টা জবাব দিয়েছে বিজেপি।






























