GhantaKhanek Sange Suman (০৩.০৬.২০২৫) পর্ব১: জয়নগরে প্রতিবাদীকে পিটিয়ে খুন, প্রশ্নে আইনশৃঙ্খলা, কেন এত বেপরোয়া দুষ্কৃতীরা?
Ghanta Khanek Sange Suman: দীর্ঘদিন ধরেই চলছিল মদ-গাঁজার আসর। জয়নগরের বকুলতলায় দিনের পর দিন ঘটে চলেছিল এমনই বিশৃঙ্খলা। অভিযোগ, পুলিশকে বারবার বলেও কোনও লাভ হয়নি! এর মধ্যেই সোমবার দুষকৃতীদের হামলায় মৃত্যু হয় এক প্রতিবাদীর। বলা যায় একে বারে ফিল্মি কায়দায় টাইম বলে খুন! তাও আবার পুলিশের সামনে! অন্তত এমনটাই অভিযোগ উঠেছে জয়নগরে। দুষ্কৃতীদের মারে মৃত্যু হয় ৩২ বছরের এক যুবকের। যদিও বারুইপুর জেলা পুলিশের সুপার জানিয়েছেন, তাদের কাছে খুনের হুমকি দেওয়ার কোনও অভিযোগ দায়ের হয়নি। এই প্রেক্ষাপটে বকুলতলার নিহত সায়েম খানের আত্মীয়র চঞ্চল্যকর দাবি, তারা তৃণমূল, যারা হামলা চালিয়েছে তারাও তৃণমূল। যদিও নিহতের বউদির দাবি, অভিযুক্তরা ISF ও সিপিএম করে।
অন্যদিকে স্কুল সার্ভিস কমিশনের চাকরিহারা গ্রুপ C ও গ্রুপ D-র শিক্ষাকর্মীদের ভাতা দেওয়ার রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধেও মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। ২০১৬-র সঙ্গে ২০২৫-এর বিধিতে একাধিক পরিবর্তন। শিক্ষাগত যোগ্যতার নম্বর ৩৫ থেকে কমে ১০। পড়ানোর অভিজ্ঞতায় বরাদ্দ ১০ নম্বর। ২৬ হাজার চাকরি বাতিলের পর নতুন নিযোগের বিজ্ঞপ্তি নিয়েও জটিলতা। ২০২৫-এর বিধিকে চ্যালেঞ্জ করে মামলা হল কলকাতা হাইকোর্টে। ৫ জুন শুনানির সম্ভাবনা।






























