Ghanta Khanek Sange Suman (১৩.০৮.২০২৪) পর্ব ১ : আর জি কর-কাণ্ডে পুলিশ-হাসপাতালের ভূমিকার কঠোর সমালোচনা কলকাতা হাইকোর্টের | ABP Ananda LIVE
Ghanta Khanek Sange Suman: আর জি কর-কাণ্ডে আর পুলিশ নয়। তদন্ত করবে CBI। "আর কিছু বলতে হবে না, ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়েছে"। পুলিশ-হাসপাতালের ভূমিকার কঠোর সমালোচনা কলকাতা হাইকোর্টের। "পদত্যাগের চারঘণ্টা পরেই কী করে নতুন দায়িত্বে? এত প্রভাবশালী সন্দীপ ঘোষ?" বিস্মিত প্রধান বিচারপতি। কোর্টের চাপে ছুটিতে যেতে বাধ্য হলেন সন্দীপ ঘোষ। ছাত্রদের প্রতিবাদে কায়েমি স্বার্থ দেখছেন সাংসদ সৌগত রায়। কলকাতা থেকে জেলা, রাত-দখলের ডাকে কাল মধ্যরাতে পথে নামছেন মহিলারা।
আরও খবর..
RG কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের তদন্তে দিল্লি থেকে কলকাতায় এল CBI-এর বিশেষ দল। দলে রয়েছেন মেডিক্যাল ও ফরেন্সিক বিশেষজ্ঞরা। গতকাল কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তভার নেওয়ার পর, আজ শিয়ালদা আদালতে FIR জমা দিতে পারে CBI. পাশাপাশি, ধৃত সঞ্জয় রায়কে হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে তারা। RG কর মেডিক্যালে ঘটনাস্থলে যেতে পারেন CBI-এর মেডিক্যাল ও ফরেন্সিক বিশেষজ্ঞরা। CBI সূত্রে খবর, খতিয়ে দেখা হবে নিহত মহিলা চিকিৎসকের মোবাইল ফোনের কল রেকর্ড। অন্যদিকে লালবাজার সূত্রে খবর, গতকালই কেস ডায়েরি-সহ মামলার নথি CBI-এর হাতে তুলে দেওয়া হয়েছে। এছাড়াও হাসপাতালের CC ক্যামেরার ফুটেজ, সাক্ষীদের বয়ান সংক্রান্ত আরও কিছু নথি আজ হস্তান্তরিত করা হবে।