Ghanta Khanek Sange Suman(২৭.০৬.২০২৫) পর্ব২: গভর্নিং বডির সুপারিশেই কলেজে চাকরি। শাসকদলের প্রশ্রয়েই বাড়বাড়ন্ত মনোজিৎ মিশ্রর ?
Ghantakhanek Sange Suman : ছাত্র হিসেবে কলেজে যোগ দেওয়ার পর প্রথমে তৃণমূল ছাত্র পরিষদে যোগদান। সেখান থেকে তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের সভাপতি হয়েছিলেন। গণধর্ষণের অভিযোগে ধৃত মনোজিৎ মিশ্রের প্রভাব ছিল অনেক! কলেজের দেওয়ালে বড় বড় করে খোদাই করে লেখা- 'মনোজিৎ দাদা ইজ ইন আওয়ার হার্টস!' কলেজের পরিচালন সমিতির সভাপতি, বজবজের তৃণমূল বিধায়কের সঙ্গে যোগাযোগ তো ছিলই, পরে সেই পরিচালন সমিতির অনুমতিতেই সাউথ ক্যালকাটা ল'কলেজে অস্থায়ী কর্মীর চাকরিও পেয়েছিলেন মনোজিৎ। সূত্রের খবর, আলিপুর কোর্টে প্র্য়াকটিসও করতেন তিনি।
আরজি কর কাণ্ডের ১০ মাসের মাথায় খাস কলকাতার কলেজে 'গণধর্ষণ!' কসবার সাউথ ক্যালকাটা ল কলেজের মধ্যেই ছাত্রীর ওপর 'নির্যাতন'। 'ছাত্রসংসদে শ্লীলতাহানির পর গার্ডরুমে নিয়ে গিয়ে গণধর্ষণ,' বিস্ফোরক দাবি অভিযোগকারিণীর। মূল অভিযুক্ত তৃণমূল নেতা, গভর্নিং বডির সুপারিশেই কলেজে চাকরি। গণধর্ষণকাণ্ডের প্রতিবাদে পথে বাম-বিজেপি-কংগ্রেস-AIDSO। মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি শুভেন্দু অধিকারীর। 'বাংলা বলেই কড়া ব্যবস্থা হয়,' বলছে তৃণমূল। সময়সীমা শেষ, 'DA দিতে আরও ৬ মাস,' বলছে রাজ্য, দায়ের অবমাননার মামলা।






























