ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.১২.২৪) পর্ব ১: ২ থেকে ৫ লক্ষ টাকায় হাতেগরম ভারতীয় পাসপোর্ট ! বিরাট পাসপোর্ট-জালিয়াতি চক্রের পর্দাফাঁস।
Ghanta Khanek Sange Suman: ২ থেকে ৫ লক্ষ টাকায় হাতেগরম ভারতীয় পাসপোর্ট! ইতিমধ্যেই ৭৩ জন বাংলাদেশির হাতে পৌঁছে গেছে পাসপোর্ট! কলকাতা থেকে উত্তর ২৪ পরগনা, বিরাট পাসপোর্ট-জালিয়াতি চক্রের পর্দাফাঁস। ভুয়ো নথি, ভুয়ো ঠিকানায় পাসপোর্ট, তাও কেন ধরা পড়ল না পুলিশ ভেরিফিকেশনে? বাংলাদেশে জেলপালানো জঙ্গিদের হাতে পৌঁছে যাচ্ছে নাতো ভারতীয় পাসপোর্ট? আশঙ্কায় গোয়েন্দারা। ভোলা থেকে নেত্রকোণা, বাংলাদেশে ফের আক্রান্ত হিন্দুরা। আর জি কর-কাণ্ডে ফের ধর্মতলায় ধর্নায় বসার অনুমতি চেয়ে হাইকোর্টে চিকিৎসক সংগঠন। বারাসাতে SFI-এর প্রতিবাদ কর্মসূচি ঘিরে তুলকালাম।
ভুয়ো ভোটার, আধার এবং প্যানকার্ড দিয়ে পাসপোর্ট জালিয়াতি চক্রের পর্দাফাঁস। কলকাতা থেকে উত্তর ২৪ পরগনায় ছড়ানো চক্র। এখনও পর্যন্ত অন্তত ৭৩ জন বাংলাদেশির হাতে পৌঁছে গেছে ভারতীয় পাসপোর্ট, আদালতে এমনটাই দাবি করেছেন সরকারি আইনজীবী। পুলিশ সূত্রে দাবি, এই সংখ্য়াটা সব মিলিয়ে ২৫০-ও হতে পারে। ঘটনায় ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে ডাকবিভাগের একজন স্থায়ী ও একজন অস্থায়ী কর্মীও রয়েছেন।