Ghanta Khanek Sange Suman (১৯.০৮.২০২৪) পর্ব ২: 'লক্ষ্মী সুরক্ষিত?' প্রশ্ন মৃতার মায়ের। মদনের মুখে সিঙ্গুর-নন্দীগ্রাম!
Ghantakhanek Sange Suman: কাল ময়দানের ৩ প্রধানের প্রতিবাদ, আজ ময়দানে ডাক্তার-আইনজীবী-শিল্পীরা। তলবের পর দুই চিকিৎসককে নিয়ে লালবাজারে পৌঁছল ডাক্তারবাবুদের বিরাট মিছিল। তৃণমূলের রাজ্যসভার সাংসদকেই একদিনে দু'বার তলব লালবাজারে। নিজের দলের সরকারই গ্রেফতার করতে পারে, আশঙ্কায় হাইকোর্টে সুখেন্দুশেখর। এই আন্দোলন দেখে সিঙ্গুর-নন্দীগ্রামের কথা মনে পড়ছে তৃণমূল বিধায়ক মদনের। ‘লক্ষ্মীর ভাণ্ডার নেওয়ার আগে নিজের লক্ষ্মী সুরক্ষিত কিনা ভাবুন’, বললেন মৃতার মা। প্রতিবাদে ঘুচল ব্যবধান, রাতপথে ৩ প্রধানের গর্জনে তৈরি হল নতুন ইতিহাস।
ডার্বি বাতিল করেও রোখা গেল না ফুটবলপ্রেমীদের প্রতিবাদ। উল্টে, আর জি করের ন্য়ক্কারজনক ঘটনার প্রতিবাদে, সব বৈরিতা ভুলে, এককাট্টা হয়ে গেলেন, ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহমেডানের সমর্থকরা। ময়দানের তিনপ্রধানের ঐক্য়বদ্ধ প্রতিবাদের জেরে, নজিরবিহীন ছবি দেখল গোটা দেশ। ইতিহাস তৈরি হল কলকাতার রাজপথে। আর রং ভুলে, এক হওয়া ফুটবলপ্রেমীদের সেই আন্দোলন দমন করতে, লাঠি চালাল পুলিশ। তাতে আরও চড়ল প্রতিবাদের ঝাঁঝ।