ঘণ্টাখানেক সঙ্গে সুমন(০৮.০৮.২৪-পর্ব:২)- রাজ্যের রাজনীতির আকাশ থেকে নক্ষত্রপতন। প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য। ABP Ananda Live
সক্রিয় রাজনীতিতে যোগদানের আগে, ২ বছর স্কুলে শিক্ষকতা করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। দমদমের শেঠবাগান আদর্শ বিদ্য়ামন্দিরে বাংলার শিক্ষক ছিলেন তিনি। শিক্ষক বুদ্ধদেবের স্মৃতিকথা উঠে এল তাঁর সহকর্মীদের মুখে।
বৃহস্পতিবার পাম অ্য়াভিনিউয়ের বাড়ি থেকে শেষবারের মতো বিদায় নিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। শববাহী শকট যখন তাঁকে নিয়ে চলে যাচ্ছে, তখন দূরে দাঁড়িয়ে প্রাক্তন মুখ্য়মন্ত্রীর দীর্ঘদিনের বিশ্বস্ত সঙ্গী, সেই সাদা অ্য়াম্বাসাডর। সিপিএম নেতা, মুখ্য়মন্ত্রী কিংবা প্রাক্তন মুখ্য়মন্ত্রী--- যে পদেই থাকুন, বুদ্ধদেব ভট্টাচার্যর পছন্দ ছিল এই গাড়িটিই। বৃহস্পতিবার বুদ্ধদেব ভট্টাচার্যর প্রয়াণে একা হয়ে গেল সেই বাহন।
১৯৭৭ থেকে ২০১১, তিন দশকেরও বেশি মহাকরণে কাটিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। জ্যোতি বসুর জমানায় সামলেছেন গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব। এরপর টানা ১১ বছর এই মহাকরণ থেকেই মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করেছেন। বুদ্ধদেব ভট্টাচার্যর মতোই ইতিহাস হয়ে গিয়েছে মহাকরণের লাল বাড়ি।
তিন দফা মিলিয়ে প্রায় সাড়ে দশ বছর মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। ছিলেন উপমুখ্যমন্ত্রী এবং পুলিশ তথা স্বরাষ্ট্রমন্ত্রী। দীর্ঘ সময় দায়িত্ব সামলেছেন তাঁর অত্য়ন্ত পছন্দের তথ্য ও সংসকৃতি দফতরের। সব মিলিয়ে রাইটার্স বিল্ডিংসের ক্ষমতার অলিন্দে কাটিয়েছেন দীর্ঘ আঠাশ বছর।
একটা সময় ছিলেন জ্য়োতি বসুর ছায়াসঙ্গী। পরে সেই ছায়া থেকে বেরিয়ে নিজের রাজনৈতিক ঘরানা তৈরি করতে সক্ষম হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। হয়ে উঠেছিলেন বঙ্গ সিপিএমের হৃদয়সম্রাট। যদিও এটাই সত্য় তাঁর হাত ধরেই ৩৪ বছরের বাম শাসনের অবসানও ঘটেছে।
রাজ্যের রাজনীতির আকাশ থেকে নক্ষত্রপতন। প্রয়াত হলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বয়স হয়েছিল ৮০ বছর। প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী, রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী। আজ পূর্ণ দিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার পূর্ণ মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হবে, ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের।