WB News: এক দলের জনপ্রতিনিধি পদ ধরে রেখে, অন্য় দলে যাওয়াটা কোন নৈতিকতা?
ABP Ananda Live: প্রথমে ইস্তফা, তারপর অন্য় দলে যোগদান। অন্য়রাজ্য়ে জনপ্রতিনিধিদের দলত্য়াগের সময় এই প্রবণতা দেখা গেলেও, বাংলায় হাতে গোনা দুএকজন ছাড়া কেউই অবশ্য় পদ ছাড়েননি। আর এই প্রেক্ষাপটেই, বঙ্গ রাজনীতিতে ফিরল সেই চেনা প্রশ্ন। এখানে কেউ দলবদল করলেও, নিজের বিধায়ক কিংবা সাংসদ পদ সঙ্গে সঙ্গে ছেড়ে দেন না কেন? এক দলের জনপ্রতিনিধি পদ ধরে রেখে, অন্য় দলে যাওয়াটা কোন নৈতিকতা?
দুর্নীতি নিয়ে খবর করে 'খুন', তরুণ সাংবাদিককে গুলিতে ঝাঁঝরা করে দিল দুষ্কৃতীরা ! এই কি সংবাদমাধ্য়মের স্বাধীনতা?
ধান কেনায় কেলেঙ্কারি এবং জমি বিক্রির ক্ষেত্রে স্ট্য়াম্প দুর্নীতি নিয়ে পরপর খবর করছিলেন। সেই সাংবাদিককেই, রাস্তার ওপর গুলিতে ঝাঁঝরা করে দিল দুষ্কৃতীরা। দিনেদুপুরে হাইওয়ের ওপর তাড়া করে খুন করা হল তরুণ সাংবাদিককে!
হাড় হিম করা... জঘন্য়... নিন্দনীয় এই ঘটনা ঘটেছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশের সীতাপুরে। শনিবারের এই ঘটনার পর দু-দু'টো দিন পেরিয়ে গেলেও, কাউকে গ্রেফতার করেনি পুলিশ। যোগী রাজ্য়ে সাংবাদিকের এই মর্মান্তিক পরিণতিতে দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। প্রশ্ন উঠছে। দুর্নীতির খবর করেই কি প্রভাবশালীদের রোষে পড়লেন উত্তরপ্রদেশের তরুণ সাংবাদিক? দুর্নীতি ফাঁস করার জন্য়ই কি চিরতরে পৃথিবী সরিয়ে দেওয়া হল তাঁকে? কিন্তু, যে সংবাদমাধ্য়মকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয়, তার কর্মীর ওপর এভাবে আক্রমণ নেমে আসবে কেন? কর্তব্য় পালনের মাসুল কেন প্রাণ দিয়ে গুনতে হবে এক তরুণ সাংবাদিকক? নিহত সাংবাদিকের নাম রাঘবেন্দ্র বাজপেয়ী।




















