ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১১.৭.২৫)পর্ব ১: নির্জন রাস্তা, ঘুটঘুটে অন্ধকার, ঝোপের আড়াল থেকে হঠাৎ হামলা, TMC-র অঞ্চল সভাপতিকে পরিকল্পিত হত্যা?
Ghanta Khanek Sange Suman: ভাঙড়ে সওকত মোল্লা-ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে নৃশংসভাবে খুন। বাড়ি ফেরার পথে প্রথমে গুলি, তারপর ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারা হয়। হাসপাতালে নিয়ে গিয়েও শেষরক্ষা হয়নি। ঘটনার নেপথ্য়ে ISF রয়েছে বলে অভিযোগ করছেন সওকত মোল্লা। পাল্টা নৌশাদ সিদ্দিকির দাবি, 'ঘটনাকে নিয়ে রাজনীতি করা হচ্ছে'। যদিও অজ্ঞাতপরিচয় ব্য়ক্তিদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে নিহতের পরিবার। নির্জন রাস্তা, আলোটুকুও নেই। এমন জায়গা বেছে নিয়ে তৃণমূল নেতার ওপর হামলা, পরিকল্পনামাফিক খুন। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ৪টি গুলির খোল। অভিযুক্তদের স্কেচ আঁকাতে ২ প্রত্যক্ষদর্শীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
ঝোপের আড়াল থেকে ব্রাশ ফায়ার! লুটিয়ে পড়তেই এলোপাথাড়ি কোপ! ভাঙড়ে বাড়ির কাছেই নৃশংসভাবে খুন তৃণমূলের অঞ্চল সভাপতি । 'পিছনে ISF', দাবি তৃণমূলের, 'দলের কোন্দলেই খুন', পাল্টা নৌশাদ । 'মুসলিম অধ্যুষিত কাশ্মীরে যাবেন না', মুখ্যমন্ত্রী-ওমরের বৈঠকের পরদিন মন্তব্য শুভেন্দুর । 'জঙ্গিদের মতো আপনিও ভয় দেখাচ্ছেন', সুর চড়ালেন শশী পাঁজা । হাওড়ার কলেজে ইউনিয়ন রুমে র্যাগিং, মূল অভিযুক্তর পাশে মন্ত্রী! কাঞ্চনের বিরুদ্ধে CP-র কাছে অভিযোগ ট্রপিক্যাল কর্তৃপক্ষের, তদন্তের নির্দেশ লালবাজারের । সুতিতে বেহাল রাস্তা, গাড়ি না ঢুকতে পারায় খাটিয়ায় হাসপাতালে অন্তঃসত্ত্বা । হরিয়ানায় টেনিস খেলোয়াড় মেয়েকে গুলিতে ঝাঁঝরা করল বাবা!






























