ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৬.০৬.২৪): জবরদখল সরাতে কলকাতাসহ পাঁচ জায়গায় নামল বুলডোজার
Ghantakhanek Sange Suman: জবরদখল সরাতে কলকাতাসহ পাঁচ জায়গায় নামল বুলডোজার। উত্তর থেকে দক্ষিণ, রাজ্যজুড়ে দখল উচ্ছেদ অভিযান । বিধাননগরে মেয়র-বনাম চেয়ারম্যান তরজা চরমে। নিজেকে 'ব্যর্থ' বলছেন মেয়র, 'কাজ করার ইচ্ছে নেই', খোঁচা চেয়ারম্যানের। "রাজ্যের আইডেন্টিটি নষ্ট হবে, বাংলায় কথা বলার লোক খুঁজে পাবেন না," । "পাঁচটা রাজ্যকে টানার ক্ষমতা আমার ট্রেজারির নেই," মমতার মন্তব্যে জল্পনা। কলকাতার উপকণ্ঠে ফের বালি পাচারের রমরমা, অন্তর্তদন্তে চাঞ্চল্যকর তথ্য । ফের লোকসভা স্পিকার ওম বিড়লা, ভোটাভুটি উল্টোসুর কংগ্রেস-তৃণমূলের।
সোমবার মমতা বন্দ্যোপাধ্যায়ের 'দাওয়াই'। আর তার ৪৮ ঘণ্টার মধ্যে,সোমবার নবান্নের বৈঠকের পর জবরদখল নিয়ে ক্ষোভ উগড়ে দেন মুখ্য়মন্ত্রী।দল-পুলিশ-প্রশাসন সবাইকে হুঁশিয়ারি দেন মুখ্য়মন্ত্রী। মুখ্য়মন্ত্রীর হুঁশিয়ারির পরই টনক নড়ে পুলিশের। কলকাতা থেকে জেলা শুরু হল অভিযান। বুধবার বেহালা থানার ওসির নেতৃত্বে শুরু হয় অভিযান। ভেঙে দেওয়া হয় বেআইনি অস্থায়ী সব দোকান।