ঘন্টাখানেক সঙ্গে সুমন (পর্ব ১, ১৪.১১.২৪): দলের একাংশ, 'এলোমেলো করে দে মা লুটেপুটে খাই' নীতি নিয়ে চলছে: মদন মিত্র
Ghantakhanek Sange Suman: দলের একাংশ, 'এলোমেলো করে দে মা লুটেপুটে খাই' নীতি নিয়ে চলছে। এটার ওপর কঠোর নজরদারি দরকার। দলের গুরুত্বপূর্ণ পদাধিকারীদের ওপরও সার্ভিল্য়ান্স রাখা হোক। তৃণমূলের একাংশের দুর্নীতি নিয়ে এভাবেই মুখ খুললেন মদন মিত্র। কামারহাটির বিধায়ক যখন দুর্নীতি নিয়ে দলের একাংশকে নিশানা করছেন, তখন আইনশৃঙ্খলা নিয়ে মুখ খুললেন, ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর।
সরকারকে কালিমালিপ্ত করছে অফিসাররাই। বাম আমলের তুলনা টেনে, এভাবেই নিজের সরকারের আমলের আইনশৃঙ্খলা নিয়ে সরব হলেন, ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। পাশাপাশি, ভাটপাড়া হত্য়াকাণ্ড নিয়েও পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন তিনি। বললেন, "বুদ্ধবাবুর ১০-১১ বছরের, তিনি মুখ্যমন্ত্রী, তিনি পুলিশমন্ত্রী ছিলেন, কিন্তু আমি আপনাকে বলছি, একটা থানার বিরুদ্ধে যদি পুলিশ সুপারকে বলা হতো, যে এই থানার অফিসার, এই ধরনের গাফিলতি করছে, এই ধরনের জনগণের সঙ্গে অসহযোগিতা করছে, বা এই ধরনের দুর্নীতিতে যুক্ত আছে, বলার সঙ্গে সঙ্গে না হলেও, একদিন পরে হলেও তার একটা ফিডব্যাক পেতাম। সেই পুলিশ সুপারের কাছ থেকে, সেই OC বা সেই থানার বিরুদ্ধে একটা বিচার পাওয়া যেত।"