ঘণ্টাখানেক সঙ্গে সুমন: (পর্ব ৩: ১২.১১.২৪): প্রয়াত মনোজ মিত্র, বাংলা নাট্যজগতে মহীরুহ পতন
Ghantakhanek sange Suman: প্রয়াত অভিনেতা ও নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র (Manoj Mitra Passes Away)। সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনক অসুস্থতায় ভুগছিলেন কিংবদন্তি এই নাট্যব্যক্তিত্ব। ৮৬ বছর বয়স হয়েছিল তাঁর। নাট্যকলায় অনন্য অবদানের জন্য ২০১৬ সালে 'সেরা বাঙালি' সম্মানে সম্মানিত করা হয় তাঁকে। তপন সিংহের ছবি 'বাঞ্চারামের বাগান'-এ তাঁর অভিনয় চিরদিনের জন্য জায়গা করে রেখেছে বাঙালির হৃদয়ে। সত্যজিৎ রায়, বুদ্ধদেব দাশগুপ্ত, বাসু চট্টোপাধ্যায়, তরুণ মজুমদার, শক্তি সামন্ত, গৌতম ঘোষের মত পরিচালকের বহু ছবিতে অসামান্য অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি।নাট্যমঞ্চেও তিনি কিংবদন্তী। নাটকের সঙ্গে তাঁর ভালবাসা ছিল সেই ছোটবেলা থেকেই। বাঞ্ছারাম কাপালির হাহাকার আজও বাঙালির মনকে কাঁদায়। তিনি আজও আগলে রেখেছেন তাঁর বাগান। নাটকের বাগান। প্রেমটা সেই ছোটবেলার। স্কুল থেকেই নাটক টানত। মেয়ে সেজেও অভিনয় করেছেন। কিন্তু বাবা ছিলেন থিয়েটার-বিরোধী। তবু, তাঁকে আটকানো যায়নি।