ঘন্টাখানেক সঙ্গে সুমন: (পর্ব ২, ১৪.১১.২৪): ট্যাব কেলেঙ্কারিতে জেলায় জেলায় গ্রেফতার, প্রাণনাশের আশঙ্কা অর্জুনের
Ghantakhanek Sange Suman: সময় যত যাচ্ছে, ততই বাড়ছে ট্যাব জালিয়াতি। পুলিশের দাবি, অভিযোগের সংখ্য়া এখন হাজার ছুঁইছুঁই। মুর্শিদাবাদের বহরমপুরে দুই স্কুলে ৬৩৫জন পড়ুয়ার ট্যাবের টাকা 'উধাও' হওয়ার বিস্ফোরক অভিযোগ উঠল! দক্ষিণ চব্বিশ পরগনাতেও উঠছে কয়েকশো পড়ুয়ার টাকা লোপাটের অভিযোগ। জেলায় জেলায়, কলকাতাতেও বহু ছাত্রছাত্রী এই প্রতারকদের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠছে।
কমিশনের বিনিময়ে চলত ট্যাব জালিয়াতি। যে চক্রে জড়িত থাকার অভিযোগে একাধিক জেলা থেকে পরপর গ্রেফতার হচ্ছে অভিযুক্তরা। যদিও প্রশ্ন উঠছে, প্রতারকরা এতদিন ধরে প্রতারণার জাল বিছোল, আর পুলিশ কিছুই বুঝতে পারল না!
রাশিয়া থেকে আনা হয়েছে রাসানয়িক। জিজ্ঞাসাবাদের সময়, সেই রাসায়নিক স্প্রে করে, তাঁকে এবং বিরোধী দলনেতাকে খুনের চক্রান্ত করছে পুলিশ। ভাটপাড়া পুরসভার টেন্ডার দুর্নীতি মামলায়, ভবানীভবনে হাজিরা দিতে যাওয়ার আগে, এমনই চাঞ্চল্য়কর অভিযোগ করলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং।