GhantaKhanek Sange Suman (১৪.০৫.২৫) পর্ব ১: মাত্র ৩ ঘণ্টায় পাকিস্তানের ১১ সেনাঘাঁটিতে প্রত্যাঘাত । ২৩ মিনিটে চুরমার ৯টা জঙ্গিঘাঁটি
GhantaKhanek Sange Suman: মাত্র ৩ ঘণ্টায় পাকিস্তানের ১১ সেনাঘাঁটিতে ভারতের জোরালো প্রত্যাঘাত। মাত্র ২৩ মিনিটে চুরমার ৯টা জঙ্গিঘাঁটি। কোথায় কোথায় সাফল্য? কোথায় ব্যর্থতা? কী চোখে দেখছেন ভারতের প্রাক্তন বায়ুসেনা প্রধান? ২২ দিন পর দেশে ফিরলেন বাংলার BSF জওয়ান। পূর্ণমকে ফেরানোর কৃতিত্ব নিয়ে কাড়াকাড়ি তৃণমূল-বিজেপির। 'একটা-দুটো মাসুদ আজাহারের ভাঙা বাড়ি, এটাকে জঙ্গিঘাঁটি ধ্বংস বলে?' কেন্দ্রের কাছে প্রমাণ চেয়ে সরব সৌগত রায়। কর্নেল সোফিয়া কুরেশিকে কুৎসিত মন্তব্য, মধ্যপ্রদেশের BJP মন্ত্রীর বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতের।
আরও খবর..
চাষের জমিতে জলের ঘাটতি ২১ শতাংশ। গলা শুকিয়ে কাঠ পাকিস্তানের। বাঁচার জন্য সিন্ধু জলচুক্তি স্থগিতের বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য ভারতকে অনুরোধ করল ইসলামাবাদ। জলশক্তি মন্ত্রককে চিঠি লিখলেন পাক জলসম্পদ সচিব।
ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কের দিকে সর্বপ্রথম যে দেশ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল, তার নাম ভারত। আর ভারত-পাক সংঘাতের আবহে সেই তুরস্কই সঙ্গ দিল ভারতের শত্রু দেশ পাকিস্তানের। ভারতের প্রত্যেক কোনা থেকে এবার উঠে আসছে তুরস্ককে বয়কটের দাবি। ভ্রমণ হোক বা সিনেমা, বাণিজ্য, তুরস্ককে বয়কট করার সিদ্ধান্ত নিচ্ছে একের পর এক সংস্থা। একই অবস্থান দেখা যাচ্ছে আজারবাইজানের ক্ষেত্রেও।






























