GhantaKhanek Sange Suman (১২.০৬.২০২৫) পর্ব ১: ওড়ার ৫ মিনিটেই মুখ থুবড়ে পড়ল লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার
Ghanta Khanek Sange Suman: ভারতের ইতিহাসে অন্যতম ভয়াবহ বিমান-দুর্ঘটনা। । গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী-সহ ২৪২ জন বিমানযাত্রীরই মৃত্য়ুর আশঙ্কা। 'ATC-কে বিপদসঙ্কেত পাইলটের, তারপরই ভেঙে পড়ে বিমান,' জানাল DGCA। মেডিক্যাল কলেজের হস্টেলে আছড়ে পড়ল বিমান, মুহূর্তে নেমে এল মৃত্যু। যান্ত্রিক ত্রুটি? পাইলটের ভুল? নাশকতা? কী রয়েছে দুর্ঘটনার নেপথ্যে? ব্ল্যাকবক্স থেকেই মিলবে সব প্রশ্নের উত্তর? ভারতের বিমানযাত্রাকে বড়সড় প্রশ্নের মুখে ফেলে দিল আমদাবাদের বিপর্যয়। বিমান-বিপর্যয়ের স্বচ্ছ তদন্ত দাবি অভিষেকের, ব্যাখ্যা চাইলেন অখিলেশ।
আরও খবর...
আমেদাবাদে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু মিছিল। ভারতের বুকে দ্বিতীয় বৃহত্তম বিমান বিপর্যয় গুজরাতের আমদাবাদে টেক অফের মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে গেল এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার।জনবহুল এলাকায় একটি মেডিক্যাল কলেজ ও হস্টেলের উপর ভেঙে পড়ে বিমানটি। এদিকে শেষ দুই ঘণ্টায় ককপিটে ঠিক কী হয়েছিল, সেই যাবতীয় রহস্যভরা ২টি বক্সের একটি এবার উদ্ধার হয়েছে, এমনটাই খবর সংবাদমাধ্যম সূত্রে। আমেদাবাদে ওই দুর্ঘটনাগ্রস্ত বিমানের একটি Black Box উদ্ধার সম্ভব হয়েছে। আরেকটির খোঁজে তল্লাশি চলছে বলে সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে।






























