ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব-১ (১৬.০৯.২৪): সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি, কপিল সিব্বলের উল্টোদিকে থাকবেন ইন্দিরা জয়সিং
সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি রয়েছে। গোটা দেশ তাকিয়ে আছে এই শুনানির দিকে। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের তরফে , রাজ্য় সরকারের আইনজীবী কপিল সিব্বলের উল্টোদিকে থাকবেন ইন্দিরা জয়সিং। এই পরিস্থিতিতে, ইঙ্গিতপূর্ণভাবে তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী সোশাল মিডিয়ায়, দুটো ছবি পোস্ট করলেন। একটাতে দেখা যাচ্ছে, মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে নিয়ে লেখা বইয়ের উদ্বোধন করছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, ইন্দিরা জয়সিং। আরেকটা ছবিতে তাঁকে মহুয়া মৈত্রর সঙ্গে দেখা যাচ্ছে।
জুনিয়র ডাক্তাররা যে পাঁচ দফা দাবিতে অনড় আছে, তারমধ্য়ে অন্য়তম হল, কলকাতার পুলিশ কমিশনার, স্বাস্থ্য় অধিকর্তা, স্বাস্থ্য় শিক্ষা অধির্কতা এবং স্বাস্থ্য়সচিবের পদত্য়াগ। যদিও মুখ্য়মন্ত্রী আগেই স্পষ্ট করে দিয়েছেন, আলোচনা হবে হাসপাতালগুলোর সুরক্ষা নিয়ে, চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে। দেখুন ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব-১