ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.১১.২৪ -পর্ব১) - 'অভিষেককে উপমুখ্যমন্ত্রী করা হোক', সওয়াল হুমায়ুন কবীরের
Ghantakhanek Sange Suman: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী করা হোক। তাঁকে স্বরাষ্ট্র দফতরের দায়িত্ব দিলে দলেরই মঙ্গল। এবার অভিষেকের নেতৃত্বের পক্ষে সওয়াল করে এভাবেই তাঁর হয়ে, সপাটে ব্যাট চালালেন, ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের পক্ষে জোরাল সওয়াল করেছিলেন সৌগত রায়, কুণাল ঘোষেরা। তৃণমূলের অন্দর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাসরি উপমুখ্যমন্ত্রী করার দাবিটা একদিনে, হঠাৎ করে উঠল এমনটা নয়। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, আর জি কর কাণ্ডের পর, অভিষেক যখন চোখের চিকিৎসার জন্য় বিদেশ যান, এর ক্ষেত্রটা তখন থেকেই তৈরি হচ্ছিল। একাধিক নেতার ইঙ্গিতপূর্ণ পোস্ট থেকে মন্তব্য়, জল্পনাটা তৈরি হয়েছিল তখন থেকেই। তবে অভিষেক প্রশ্নে তৃণমূলের অন্দরে কিছুটা ভিন্নসুরও রয়েছে, যেমনটা সাম্প্রতিককালে শোনা গিয়েছে মদন মিত্রর গলায়। ABP Ananda Live