Ghanta Khanek Sange Suman (১১.১১.২৪ ) পর্ব ২: বীরভূমের সংগঠনে অনুব্রতর একাধিপত্য চাইছেন না অভিষেক?
Ghanta Khanek Sange Suman: বীরভূমের সংগঠনে অনুব্রত মণ্ডলের একাধিপত্য কি চাইছেন না অভিষেক? কোর কমিটি রেখে দেওয়ার প্রশ্নে, তাঁর অবস্থান ঘিরে এমনই প্রশ্ন উঠছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক চান, আগের বারের থেকে এবারের লোকসভা ভোটে বীরভূমে ভাল ফল করেছে দল, তাই বহাল থাকুক কোর কমিটি। সংগঠন থেকে প্রশাসন। দলীয় নেতৃত্বে বড়সড় রদবদল করতে চান অভিষেক। প্রায় একডজন জেলা সভাপতি বদলের সুপারিশ মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি পাঠিয়েছেন। কিন্তু তৃণমূলনেত্রী কি অভিষেকের এই প্রস্তাব মানবেন? দলবদলের মাধ্যমে সংগঠনে একটা জোরাল ঝাঁকুনি যে দেওয়া হবে, তার ইঙ্গিত একুশে জুলাইয়ের সভামঞ্চ থেকেই দিয়েছিলেন অভিষেক। বলেছিলেন, ''পুরসভার নির্বাচনে, আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাব, আমার ওয়ার্ড থেকে আমি জিতব, আর লোকসভা, বিধানসভায় দল আশানুরূপ ফল করবে না। আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন। আগামী তিনমাসের মধ্য়ে তার ফল আপনারা দেখবেন।''