ঘণ্টাখানেক সঙ্গে সুমন,পর্ব-২ (২৩.০৮.২৪):সন্দীপ-সঞ্জয় রায় সহ চার জুনিয়র ডাক্তারের পলিগ্রাফ পরীক্ষায় সম্মতি পেল CBI, বেরিয়ে আসবে কোনও 'মিসিং লিঙ্ক?'
সন্দীপ ঘোষ, ধৃত সঞ্জয় রায়, ও চার জুনিয়র ডাক্তারের পলিগ্রাফ পরীক্ষায় সম্মতি পেল CBI. পলিগ্রাফ টেস্ট হবে সঞ্জয়-ঘনিষ্ঠ কলকাতা পুলিশের আরও এক সিভিক ভলান্টিয়ারেরও। এবার কি বেরিয়ে আসবে কোনও 'মিসিং লিঙ্ক?'
মেয়ের মৃত্যুর চোদ্দ দিন পার! 'CBI তদন্তের ওপর ক্রমশ আস্থা হারাচ্ছি,' বলছেন মৃত চিকিৎসকের মা-বাবা। যোগ দিতে চান আর জি করের জুনিয়র ডাক্তারদের আন্দোলনে। আদৌ দ্রুত তদন্ত শেষ করতে পারবে CBI?
আর জি কর হাসপাতালের সিসি ক্য়ামেরায় ধরা পড়ল, ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে, ঘটনার দিন ভোর ৪টে নাগাদ চেস্ট মেডিসিন বিভাগের করিডর দিয়ে হেঁটে যাচ্ছে অভিযুক্ত। যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। এদিকে, আর জি কর-কাণ্ডের তদন্তে সন্দীপ ঘোষ, ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় সহ ৭ জনের পলিগ্রাফ পরীক্ষার অনুমতি পেল CBI. এই তালিকায় রয়েছেন, আরও এক সিভিক ভলান্টিয়ার, যিনি সঞ্জয়ের ঘনিষ্ঠ বলে পরিচিত।