GhantaKhanek Sange Suman (০২.০৬.২০২৫) পর্ব ১: অনুব্রত-প্রশ্নে ৩ দিন হাত গুটিয়ে পুলিশ! রাজনৈতিক চাপের কাছেই আত্মসমর্পণ?
Ghanta Khanek Sange Suman: ধুলোয় মিশেছে খাকি উর্দির সম্মান, তাও অনুব্রত-প্রশ্নে ৩ দিন হাত গুটিয়ে পুলিশ! গ্রেফতার দূর অস্ত, হল না জেরাটুকুও, রাজনৈতিক চাপের কাছেই আত্মসমর্পণ? দল থেকে সাসপেন্ড কেষ্ট-অনুগামী বিক্রমজিৎ, 'বড় নেতা'-কে খোলা ছুট! ক্ষমাতেই ক্ষান্ত নন সৌগত, বললেন, "ব্যবস্থা নিতে হবে শৃঙ্খলারক্ষা কমিটিকে"। "আপনিও ২৬-এ থাকবেন না, ভাইপোও মুখ্যমন্ত্রী হবে না"। রাজ্যে এসে সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা অমিত শাহের। "মোদি শাহের সময়ই শেষ হয়ে গেছে," পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
বোলপুর থানার IC-কে কদর্য ভাষায় হুমকি। সেই অডিও ভাইরাল হওয়ার পর চারদিন কেটে গেছে। কিন্তু এখনও অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করেনি পুলিশ। দ্বিতীয়বার হাজিরা এড়ানোর পরে তাঁকে নোটিসও দেওয়া হয়নি। তারপরেও তাঁকে জেরাটুকুও করল না পুলিশ। তাহলে কি রাজনৈতিক চাপের কাছেই কি মাথা নোয়াচ্ছে পুলিশ? এই প্রশ্ন যখন উঠছে, তখন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, "পুলিশ অনুব্রত মণ্ডলকে দেখে ভয় পায়। তৃণমূল কংগ্রেসের নেতাদের দেখে ভয় পায়।" অধীর চৌধুরী বলেছেন, "বাংলার মানুষ পশ্চিমবঙ্গের পুলিশকে বিশ্বাস করে না। তার একটাই কারণ, মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের পুলিশকে তো চলতে দেয় না।" অন্যদিকে পুলিশ অফিসারকের গালিগালাজের সমালোচনার করেও তৃণমূলের সাফাই, আইনি বিষয় পুলিশ প্রশাসন দেখছে।






























