Kar Dokhole Delhi (০৪.০৬.২০২৪) পর্ব ১ :লোকসভা ভোটেও মমতা-অভিষেকের নেতৃত্বে আস্থা বাংলার | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman: লোকসভা ভোটেও মমতা-অভিষেকের নেতৃত্বে আস্থা বাংলার। '১৪-র পর '২৪, ফের ৩০ পেরোল তৃণমূল। বিধানসভার পর লোকসভাতেও অব্যাহত বিজেপির বিপর্যয়। তৃণমূলের 'বঞ্চনা'-অস্ত্রেই বাংলায় ঘায়েল গেরুয়া শিবির। দাগ কাটল না সন্দেশখালি-নিয়োগ দুর্নীতি ইস্যু। লক্ষ্মীর ভাণ্ডারই ভরাল তৃণমূলের ভোট-ভাণ্ডার। বহুদূরে ৪০০, ৩০০-র আগেই থামতে হল মোদিকে।কাজে এল না রামমন্দির, যোগী-রাজ্যেই ভরাডুবি বিজেপির। বিরোধী জোটের ভরকেন্দ্র কংগ্রেসই, কামব্যাক রাহুলের।
লোকসভা নির্বাচনের নিরিখে নতুন মুখ জুন মালিয়া। অন্যদিকে একাধিক কেন্দ্রে এবার পুরনোদের উপরই আস্থা রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে কৃষ্ণনগরের প্রার্থী মহুয়া মৈত্র, বারাসাতে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার, জয়নগরে তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল, কলকাতা দক্ষিণে মালা রায়, উলুবেড়িয়ায় সাজদা আহমেদ ভোটের লড়াইয়ে নামেন।
এদিন সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। বিকেল ৩টের ট্রেন্ড অনুযায়ী, জয়নগরে ২ লক্ষ ৩৪ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল। যাদবপুরে ১ লক্ষ ৩৪ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। উলুবেড়িয়ায় ১ লক্ষ ৮ হাজারের বেশি ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ। কৃষ্ণনগরে মহুয়া মৈত্র এগিয়ে আছেন ৫১ হাজার ৮৮০ ভোটে। ৩৫ হাজার ৪৫৭ ভোটে হুগলিতে এগিয়ে রচনা বন্দ্যোপাধ্যায়। আরামবাগে মিতালি বাগ এগিয়ে ২৯ হাজার ৫৯৮ ভোটে। ১ লক্ষ ৪৪ হাজারের বেশি ভোটে বর্ধমান পূর্বে এগিয়ে শর্মিলা সরকার।