ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.০৭.২১) তৃতীয় ঢেউ অনিবার্য, সাবধান হতে বার্তা আইএমএ-র। ভিড় বাড়ছে মেলা থেকে পর্যটনকেন্দ্রে। আলোচনায় কুণাল সরকার, অভিজিত্ চৌধুরী, শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়, দীপ্তেন্দ্র সরকার।
একদিকে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন যখন স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলছে যে থার্ড ওয়েভ অবশ্যম্ভাবী, তখন সাবধানতা শিকেয় তুলে রাস্তায় নেমে পড়েছেন বহু মানুষ। দিঘা থেকে দার্জিলিং, মায়াপুর থেকে অযোধ্যা পাহাড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়। কেউ কেউ বলছেন, আর কতদিন ঘরে বসে থাকা যায়। নিঃসন্দেহে সেটা কঠিন এবং কষ্টকর, মানছি। কিন্তু মাসতিনেক আগেও বেড এবং অক্সিজেনের যে ভয়াবহ সঙ্কটের মধ্যে দিয়ে আমরা গিয়েছি, সেটা রাতারাতি ভুলে যাওয়াটাও বোধহয় ঠিক হবে না। এই নিয়েই আমরা আজ কথা বলব বিশিষ্ট চিকিৎসকদের সঙ্গে। এবং নানা ক্ষেত্রের বিশিষ্টদের সঙ্গে। শুরুতেই দেখাব, কোভিডের তৃতীয় ঢেউ নিয়ে কী হুঁশিয়ারি দিয়েছে IMA, IIT কানপুর এবং অন্যান্য সংস্থা।
All Shows






























