ঘণ্টাখানেক সঙ্গে সুমন (22.07.2021) হ্যাকিংকাণ্ডে তদন্তের দাবিতে তোলপাড় সংসদ। শহিদ দিবসেও তৃণমূলের কোন্দল, হাড়োয়ায় গুলিতে মৃত ২। বিরাটিতে খুন তৃণমূল কর্মী, অভিযুক্তের বিজেপি-যোগের অভিযোগ
দফায় দফায় বিক্ষোভ সংসদে। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, গণতন্ত্রের নামে বিপজ্জনক স্বৈরতন্ত্র চলছে। আর এরই মধ্যে হ্যাকিংকাণ্ডে বিস্ফোরক দাবি করলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। তিনি বলছেন, বিজেপি নাকি সফটওয়্যার ব্যবহার করে উনিশের ভোটে আঠেরোটা আসন পেয়েছিল। পাল্টা বিজেপি বলছে, তাহলে দুহাজার একুশের বিধানসভা ভোটে তৃণমূল জিতল কী করে? অন্যদিকে, চব্বিশের লোকসভা ভোটের আগে বৃহত্তর বিজেপি-বিরোধী ঐক্য গড়ে তোলার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, রোগী মরে যাওয়ার পর ডাক্তার ডেকে লাভ নেই, সমস্ত বিরোধী দল মিলে আগেভাগে প্ল্যানিং করতে হবে। পাশাপাশি দেখাব, হাড়োয়ায় তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে গুলি, আর তাতে ঝরে গেল দু-দুটো প্রাণ! একই সঙ্গে দেখাব বিরাটিতে তৃণমূল নেতা খুনে অভিযুক্তের বিজেপি যোগের অভিযোগে তোলপাড় রাজনীতি। স্পাইওয়্যার বিতর্কের মধ্যেই বিস্ফোরক অভিযোগ সুখেন্দুশেখর রায়ের।