ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৮.০৭.২১)তেল থেকে গ্যাস, রাজ্যে জ্বালাময়ী জ্বালানি। মূল্যবৃদ্ধির কাঁটায় বিদ্ধ পড়ুয়া থেকে চাকরিজাবী। দুই সরকারের ঘরে করের টাকা, আমজনতার পকেট ফাঁকা
পেট্রোলের দামে পকেটে আগুন (Petrol Price Hike)! প্রাণ ওষ্ঠাগত আম জনতার! সাধারণ মানুষের ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যেই বৃহস্পতিবারও বাড়ল পেট্রোপণ্যের দাম!
লাগামছাড়া মূল্যবৃদ্ধি রান্নার গ্যাসের (LPG Price Hike)! ঊর্ধ্বমুখী কেরোসিনের দামও! ৩০ মে পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরিতে ভোট শেষ হয়।
আর ভোট মিটতেই, তার পর থেকে, এদিন পর্যন্ত ৩৮ বার বাড়ল পেট্রোলের দাম!
সেঞ্চুরি পার করেও, তা থামার লক্ষণ নেই! মানুষ চাইছে পরিত্রাণ, আর তারওপর লাগাতার চাপানো হচ্ছে বোঝা! লিটারপ্রতি ৩৯ পয়সা বেড়ে বৃহস্পতিবার কলকাতায় পেট্রোলের দাম হয়েছে ১০০ টাকা ৬২ পয়সা। বেড়েছে ডিজেলের দামও।
লিটারপ্রতি ১৫ পয়সা বেড়ে কলকাতায় ডিজেলের দাম ৯২ টাকা ৬৫ পয়সা। বৃহস্পতিবার লিটার প্রতি পেট্রোলের বেস প্রাইস ৪৪ টাকা ৯৭ পয়সা।
এর ওপর এক্সাইজ ডিউটি বাবদ ৩২ টাকা ৯০ পয়সা নেয় কেন্দ্রীয় সরকার। সেলস ট্যাক্স বাবদ রাজ্য সরকার নেয় ১৯ টাকা ৪৫ পয়সা। কমিশন বাবদ ৩ টাকা ৩০ পয়সা পান পেট্রোল ডিলাররা।
অর্থাত ১০০ টাকার মধ্যে ৫২ টাকার বেশিও চলে যাচ্ছে মোদি সরকার ও মমতা সরকারের কোষাগারে!