ঘণ্টাখানেক সঙ্গে সুমন (20.07.21 )নজরদারি বিতর্কে তোলপাড় সংসদ। ফ্রান্স তদন্ত শুরু করলে ভারতে নয় কেন? প্রশ্ন বিরোধীদের। তৃণমূলের শহিদ দিবসের পাল্টা কাল শ্রদ্ধাঞ্জলি দিবস বিজেপির।
আপনার ব্যক্তিগত পরিসর, মৌলিক অধিকারের লৌহবাসরে ঢুকে একেবারে ছোবল মারছে হ্যাকিংয়ের কালনাগিনী। এই ইস্যুতে যখন গোটা দেশে তোলপাড়, সংসদেও রোজ ঝড় উঠছে, তখনই শুভেন্দু অধিকারীর একটি মন্তব্যে, ঘোলা জল আরও ঘুলিয়ে উঠল। গতকাল তমলুকের একটি সভা থেকে পুলিশকে হুঁশিয়ারি দিতে গিয়ে শুভেন্দু বলেন, ‘প্রত্যেকটা ফোন নম্বর, কল রেকর্ড আমার কাছে আছে। আপনাদের রাজ্য সরকার থাকলে আমাদেরও কেন্দ্র সরকার আছে।’ বিরোধীরা বলছে, পেগাসাস স্পাইওয়্যার নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে যে নজরদারির অভিযোগ উঠছে, পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতার বক্তব্যই, তার স্বপক্ষে প্রমাণ। এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও এই তালিকায় আছে বলে আজ অভিযোগ করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন উঠছে, পেগাসাস নিয়ে ফ্রান্সে তদন্ত শুরু হলে, ভারতে তদন্ত হবে না কেন? বিজেপির দাবি, গোটা বিষয়টাই ষড়যন্ত্র, ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধীরা। এই আলোচনার শুরুতেই দেখাব, শুভেন্দু অধিকারীর কোন মন্তব্য নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক।