ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৫.০৭.২১)ভোট পরবর্তী হিংসায় সিবিআই চায় জাতীয় মানবাধিকার কমিশন। বিকৃত রিপোর্ট, বললেন মমতা। রাষ্ট্রদ্রোহ আইন নিয়েই প্রশ্ন সুপ্রিম কোর্টের। উপ নির্বাচন চেয়ে দিল্লিতে তৃণমূল
সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন, ‘আমায় অনুসরণ করে আঠাশ বছর পেরিয়ে আসা শব্দ।’ এখন শব্দ, সর্বশক্তিমান, এবং নানা সময়ে, নানা শব্দ নিয়ে রাজনীতি তোলপাড় হতেই থাকে। ঠিক এখন যেমন তোলপাড় হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে লেখা শব্দগুলো নিয়ে। ভোট-পরবর্তী হিংসা নিয়ে হাইকোর্টে জমা পড়া রিপোর্টে বলা হচ্ছে, কবিগুরুর মাটিতে খুন, ধর্ষণ, ভিটেছাড়া হতে হয়েছে হাজারখানেক মানুষকে। সিবিআই তদন্তের সুপারিশের পাশাপাশি, ভিনরাজ্যে মামলা স্থানান্তরের পক্ষেও সওয়াল করা হয়েছে। এছাড়াও জাতীয় মানবাধিকার কমিশন হাইকোর্টে ‘কুখ্যাত অপরাধী’দের যে তালিকা জমা দিয়েছে, তাতে রয়েছে তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রী-বিধায়কের নাম। মুখ্যমন্ত্রী স্পষ্ট বলছেন, বিকৃত রিপোর্ট দেওয়া হয়েছে, পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। অন্যদিকে এদিনই রাষ্ট্রদ্রোহ আইন নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে কেন্দ্র। দেশের সর্বোচ্চ আদালত জানতে চাইল, স্বাধীনতার এত বছর পরেও এই ঔপনিবেশিক আইনের প্রয়োজনটা কী? তবে এই অনুষ্ঠানের শুরুতেই দেখাব, ভোট-পরবর্তী হিংসা নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে ঠিক কী রয়েছে -- এক ঝলকে।