Jukti Takko:'জোর যার মুলুক তার',যুক্তি তক্কো অনুষ্ঠানে কোন প্রসঙ্গে বললেন ব্রহ্মবিদ্যানন্দ মহারাজ?
ABP Ananda LIVE : 'যেভাবে শুধুমাত্র তোষণের রাজনীতির জন্য,তুষ্টিকরণের রাজনীতির জন্য ধর্মীয় মেরুকরণ করে আজ হিন্দু সম্প্রদায় কিংবা মুসলমান সম্প্রদায় হিন্দু অত্য়াচার পশ্চিমবঙ্গে চলছে , একটি বিশেষ সম্প্রদায়ের ভোটকে কেন্দ্রীভূত করার জন্য।আজ আমরা দেখলাম বাংলায় এক মায়ের হাহাকার, যা আমাদের হৃদয়কে বিদীর্ণ করেছে ।তোষণের রাজনীতির স্বীকার মুসলিম সমপ্রদায়কেও হতে হয়েছে ।তার কারণ এই সরকারের উদ্দেশ্য, নীতি জোর যার মুলুক তার।বিহার উত্তরপ্রদেশের ভোট মাফিয়া দিয়ে হয়,একটা গা ছমছমে পরিবেশ তৈরি করা হয়।সেই পরিবেশ এখন পশ্চিমবঙ্গেও তৈরি হয়েছে ।এখানকার প্রশাসন শুধুই দলদাস হয়ে কাজ করবে ।সেটা অভয়া হোক বা তামান্না হোক বা মুর্শিদাবাদের হরগোবিন্দ দাস, চন্দন দাস হোক, সমাধান টাকা দিয়ে নীতি দণ্ডকে অবলুপ্ত করা হচ্ছে। প্রলোভন, টাকা রাজনৈতিক লোভ দেখিয়ে এই পশ্চিমবঙ্গে জাতির নামে মানুষের প্রাণ যাবে...', যুক্তি তক্কো অনুষ্ঠানে বললেন ব্রহ্মাবিদ্যানন্দ মহারাজ।
All Shows































