Jukti Takko (২৬.২.২০২৫) পর্ব ১: শাসক-বিরোধী ভুলেই গেছে উন্নয়নের গান, ভোট-টানতে অস্ত্র এবার হিন্দু-মুসলমান
ABP Ananda Live: শাসক-বিরোধী ভুলেই গেছে উন্নয়নের গান, ভোট-টানতে অস্ত্র এবার হিন্দু-মুসলমান। ধর্মের তির এদিক-ওদিক দুই তরফেই ছোটে, মেরুকরণই প্রধান ইস্যু ছাব্বিশের ভোটে?
''হিন্দুত্ব ও মুসলমানত্ব- দুই সওয়া যায়, কিন্তু তাদের টিকিত্ব আর দায়িত্ব অসহ্য়। কেননা ওই দুটোই মারামারি বাধায়।'' আমি বলছিনা, আজ থেকে প্রায় একশো বছর আগে নজরুল ইসলাম যা বলেছেন- আজকের ভারতবর্ষে এবং নতুন করে, আজকের পশ্চিমবঙ্গে, তা একই রকম সত্য়ি। বিধানসভা ভোটের এক বছরের বেশি দেরি আছে। কিন্তু যেভাবে হিন্দু- মুসলমানের আইডেন্টিটি পলিটিক্স নিয়ে এখনই দাপাদাপি শুরু হয়ে গেছে, তাতে কে বলবে, ভোট এখনই দরজায় কড়া নাড়ছে না? কে বড় মুসলিম-দরদী- তার প্রতিযোগিতা তো ছিলই, এখন কে-কত বড় হিন্দু- তার লড়াইও পুরোদমে শুরু হয়ে গেছে। এই প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা, এই চূড়ান্ত ধর্মীয় মেরুকরণে ভোট তো টানা যায়- কিন্তু খেটে খাওয়া সাধারণ মানুষের লাভের লাভ হয় কি?
All Shows































