Calcutta High Court: ভোটে অশান্তি অভিযুক্ত তৃণমূলকর্মীকে জেলে পাঠিয়ে নিশানায় বিচারক, বয়কট এজলাস
ভোটে অশান্তি অভিযুক্ত তৃণমূলকর্মীকে জেলে পাঠিয়ে বিচারকই নিশানায়। ৫ দিন ধরে বিচারক অসীমানন্দ মণ্ডলের এজলাস বয়কট। খুনের চেষ্টার ধারায় অভিযুক্তকে জামিনের দাবি, না মানায় এজলাস বয়কট! দুর্গাপুরে বার অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে বিচারকের এজলাস বয়কটের অভিযোগ। গণনার দিন বিরোধী দলের কর্মীদের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগে মামলা দায়ের। মারধরের অভিযোগে ১১ জনকে গ্রেফতার করা হয়েছিল, অধিকাংশই তৃণমূল কর্মী । ধৃত তৃণমূলকর্মীদের মধ্যে একজন দুর্গাপুর কোর্টের মুহুরি, নাম রতন মণ্ডল। ১২ তারিখ কোর্টে তোলা হলে অভিযুক্ত রতনকে আদালত কর্মী বলে জামিনের আবেদন । অভিযুক্তের জামিনের আবেদন, খারিজ করে জেল হেফাজতের নির্দেশ । আবেদনে কর্ণপাত করেননি বিচারক, ধৃতদের ১৪ দিনের জেল হেফাজত হয় । ১৩ জুলাই থেকে এজলাস বয়কটের অভিযোগ দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে । অভিযুক্ত দুর্গাপুর কোর্টের মুহুরি রতন মণ্ডল, গ্রাম পঞ্চায়েতে জয়ী তৃণমূল প্রার্থীর স্বামী । চাপের মুখে নতি স্বীকার না করায় বিচারকেরই এজলাস বয়কট। জেল হেফাজতে পাঠানোয় জামিনের মঞ্জুর করতে চাপ দেওয়ার অভিযোগ । কয়েকজন আইনজীবীর বিরুদ্ধে বিচারকের উপর চাপ তৈরির অভিযোগ। হাইকোর্ট থেকে নিম্ন আদালত, রায় পছন্দ না হলেই নিশানায় বিচারক!